Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে বড় ব্যবধানে হেরে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৭

এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যাতে টুর্নামেন্টে ষষ্ঠ হয়ে দেশে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে, এই জয়ে পঞ্চম স্থান নিশ্চিত করা জাপান সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ে।

বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে জায়গা করে নিতে বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে হবে। রাজনৈতিক কারণে ভারতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে অংশ নেয়নি পাকিস্তান। মূলত পাকিস্তানের শূন্যস্থানের জায়গাতেই এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ না নেওয়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি বিশেষ প্লে-অফ সিরিজ আয়োজন করবে এশিয়ান হকি ফেডারেশন। এই সিরিজের জয়ী দল খেলবে হকি বিশ্বকাপের বাছাই পর্বে। শোনা যাচ্ছে, এই সিরিজটা হতে যাচ্ছে ঢাকায়। যদিও এখনো সময় ও ভেন্যু চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

আজ জাপানের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ, তবে গোল পায়নি। উল্টো গোল আদায় করে বাংলাদেশকে চাপে ফেলেছে শক্তিশালী জাপান। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ কয়েকটি পেনাল্টি কর্নার ও আক্রমণ তৈরি করলেও জাপান প্রথম কোয়ার্টারে দুইটি গোল করে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও, তৃতীয় কোয়ার্টারে জাপান আরও দুইবার বল জালে জড়ায়। শেষ কোয়ার্টারের শুরুতে পঞ্চম গোলটি করে জাপান।

বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম একটি ফিল্ড গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু তার তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে জাপান ষষ্ঠ গোলটি করে। ফলে ৬-১ গোলের পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ হকি বাংলাদেশ হকি দল

বিজ্ঞাপন

খুলনায় ট্রাক দুর্ঘটনায় নিহত ১
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১

আরো

সম্পর্কিত খবর