Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ ছাড়ার আগে লিটন বললেন— লক্ষ্য ট্রফি জেতা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৮

এশিয়া কাপ খেলতে দুই ধাপে আজ সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। সকালে প্রথম ধাপে দেশ ছেড়েছেন ১৩জন। বাকিরা সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে রওনা দিয়েছেন। দেশ ছাড়ার আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছেন, লক্ষ্য শিরোপা জয়।

ফ্লাইট ছাড়ার আগে লিটন নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই।’

‘আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব — একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।’

এবারের এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে পড়েছে বাংলাদেশ। গ্রুপের অপর তিন প্রতিপক্ষ শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটি খেলবে হংকং এর বিপক্ষে।

বিজ্ঞাপন

দারুণ ছন্দে থেকে এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। শ্রীলংকা থেকে সিরিজ জিতে আসার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেন লিটন দাসরা। কদিন আগে নেদারল্যান্ডসকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৫ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর