Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে নামার আগে সুইডিশদের ঘুমে ব্যাঘাত


৭ জুলাই ২০১৮ ১৭:০৫ | আপডেট: ৭ জুলাই ২০১৮ ১৮:১৩

।। স্পোর্টস ডেস্ক ।।

কোয়ার্টার ফাইনালে আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং সুইডেন। সামারায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তার আগে সুইডিশ খেলোয়াড়দের শরীর বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেছে! সুইডিশরা যে টিম হোটেলে রাত কাটিয়েছেন, সেখানে ভোর হওয়ার আগেই আগুনের সতর্কতা সংকেত (ফায়ার অ্যালার্ম) বেজে উঠেছিল।

সামারায় সুইডেনের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ পুরো দলকে থাকতে দেওয়া হয়েছে হোটেল লত্তেতে। হোটেলে রাতে ঘুমানোর আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন সুইডিশ খেলোয়াড়রা। পরে যে যার নির্ধারিত কক্ষে ঘুমাতে যান। ভোরের আলো ফোটার আগেই টিম হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সুইডিশ খেলোয়াড়, কোচিং স্টাফরা ভীত হয়ে পড়েন। দৌড়ে সবাই হোটেল লবিতে একত্রিত হন।

হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, কে বা কারা নিজেদের কক্ষে নিষেধ থাকার পরও ধূমপান করেছিলেন। আর তাতেই হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল। তবে, কেউ কেউ জানিয়েছেন, কতিপয় ইংলিশ ফ্যান (ভক্ত-সমর্থক) ইচ্ছে করেই সুইডেনের খেলোয়াড়দের ঘুম নষ্ট করতে হোটেলের ফায়ার অ্যালার্মে চেপে দিয়েছিলেন। তাদের ধারনা ছিল, রাতের ঘুম নষ্ট হলে মাঠে সুইডেনের খেলোয়াড়রা ঠিকমতো খেলতে পারবেন না।

এই হোটেলেই থাকছে সুইডিশ দল

এ ব্যাপারে সুইডেন জাতীয় দল থেকে কিছু জানানো হয়নি। হোটেল ম্যানেজমেন্ট জানিয়েছে, সুইডেনের খেলোয়াড়রা ভয় পেলেও পরে বিষয়টি পরিস্কার হয়। কিছু পরেই লবি থেকে তারা নিজেদের কক্ষে ঘুমাতে চলে যান।

একই হোটেলে থাকা ইংলিশ সমর্থক টেরি কোমিটি জানিয়েছেন, ফায়ার অ্যালার্মের শব্দ শুনে আমারও ঘুম ভেঙে যায়। নিরাপদে পৌঁছাতে গিয়ে দেখি সুইডেনের খেলোয়াড়রা ভীত হয়ে পড়েছেন। আকস্মিক ঘুম ভেঙে যাওয়ায় তাদের খুব বিরক্ত দেখাচ্ছিল। তবে, তারা খুব একটা অবাকও হয়নি। সুইডেনের ফুটবল ইতিহাসের সব থেকে বড় এই ম্যাচের আগে তারা হয়তো এমনটা আশা করেনি।

বিজ্ঞাপন

শেষ ষোলোতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইডেন। এদিকে, কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোতে নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকলে ইংল্যান্ডকে যেতে হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় ইংলিশরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর