Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে আটকা পড়েছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫

নেপালে চলমান আন্দলোনে দেশটিতে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বিকেলে বাংলাদেশ দলের নেপাল ছাড়ার কথা, কিন্তু হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত আসতে পারছে না বাংলাদেশ দল। এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে বলা হয়েছে, হোটেলে নিরাপদে আছেন ফুটবলাররা। যত দ্রুত সম্ভব ফুটবলারদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলছে বাফুফে।

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায় বাংলাদেশ দল। প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিতও হয়েছে। গতকাল মাঠে গড়ানোর কথা ছিল দ্বিতীয় প্রীতি ম্যাচটি। কিন্তু নেপালে দ্রুত আন্দলোন ছড়িয়ে পড়লে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইটও এগিয়ে আনা হয়। কিন্তু আজ বিকেলে বিমানে উঠার কথা থাকলেও বিমানবন্দর পর্যন্ত যেতে পারেননি ফুটবলাররা।

বিজ্ঞাপন

নেপালে দলের সঙ্গে থাকা বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন বলেন, রাস্তায় আন্দোলন চলছে ব্যাপক। বাংলাদেশ দলকে প্রটোকশন দিয়ে নিয়ে যেতে পারছে না আনফা ( নেপাল ফুটবল ফেডারেশন)। এই পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে না । আবার শুনছি এয়ারপোর্টও নাকি বন্ধ। হোটেলে ফুটবলাররা বিশ্রামে ও নিরাপদে আছে৷

ফুটবলারদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে নেপাল ফুটবল ফেডারেশন ও নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জেনারেশন জি বা জেন-জির বিক্ষোভে উত্তপ্ত নেপাল। সবচেয়ে বড় বিক্ষোভটি হচ্ছে রাজধানী কাঠমান্ডুতে। বেশ কয়েকজনের নিহত হবার খবর পাওয়া গেছে। এদিকে, বিক্ষোভের মুখে আজ নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর