Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৬

আফগানিস্তানের দাপটে শুরু হলো এশিয়া কাপ- ২০২৫। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে ব্যাটে-বলে স্রেফ উড়িয়ে দিয়েছেন আফগানরা। প্রথমে ব্যাটিং করে ১৮৮ রান তোলার পর হংকংকে মাত্র ৯৪ রানে গুটিয়ে দিয়েছে আফগানিস্তান। ফলে ৯৪ রান করা হংকং ম্যাচও হেরেছে ঠিক ৯৪ রানেই!

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকং অধিনায়ক ইয়াসিমকে বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ। চার মেরে এশিয়া কাপ শুরু করেন আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। আতাল ৭৩ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ফিফটি পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাইও। যাতে ৬ উইকেটে ১৮৮ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। আফগান বোলিংয়ের সামনে হংকং যে এতো রান করতে পারবে না সেটা বুঝাই যাচ্ছিল, হয়েছেও তাই।

বিজ্ঞাপন

আগে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় আফগানিস্তান। রহমতউল্লাহ গুরবাজ ৮ বলে ৫ ও ইব্রাহিম জাদরান ৪ বলে ১ রান করে যখন ফিরলেন আফগানিস্তান তখন ৩৫/২। সেখান থেকে আতালের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনেছেন অভিজ্ঞ মোহাম্মদ নবি। তৃতীয় উইকেটে দুজনের ৫১ রানের জুটি দলকে বিপদ থেকে টেনে তুলেছে।

২৬ বলে ৩টি চার ১টি ছয়ে নবি ৩৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। পাঁচে নেমে ‍গুলবাদিন নায়িবও সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন ৮ বলে ৫ রান করে। তবে এরপর আজমতউল্লাহ ওমরজাই দুর্দান্ত একটা ইনিংস খেলে দলে বাকিদের ব্যর্থতাকে বুঝতেই দেননি। সাত নম্বরে নামা ওমরজাই মাত্র ২১ বলে ৫৩ রান করেন। চার হাঁকিয়েছেন ২টি, ছক্কা ৫টি। ৫২ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭৩ রান করে অপরাজিত ছিলেন আতাল।

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হংকং। এরপর দেখার বিষয় ছিল একটাই—তারা ১০০ রান করতে পারে কি না। হংকং ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর হায়াত তখনো টিকে থাকায় মনে হচ্ছিল হয়তো পারবে।

কিন্তু ১৩তম ওভারে হায়াত আউট হলে দলটির রান তোলার গতি আরও শ্লথ হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ২০ ওভার খেললেও করতে পারে ৯৪ রান। হংকংয়ের শুধু দুজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন—তিনে নামা হায়াত (৩৯) ও অধিনায়ক ইয়াসিম (১৬)।

আফগানিস্তানের নাইব ও ফজলহক ফারুকি ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে শিকার রশিদ, ওমরজাই ও নুর আহমেদের।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর