Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বদেশকে উৎসাহ দিতে বিশ্বকাপে যা করলেন ক্রোয়েশিয়ায় প্রেসিডেন্ট


৭ জুলাই ২০১৮ ১৮:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট তিনি। বিশ্বকাপের খেলা দেখতে প্রথা অনুযায়ী তার বসার কথা ভিভিআইপি গ্যালারিতে। কিন্তু ওই ভিভিআইপি শব্দটিতেই যত আপত্তি ক্রোয়েশিয়ার সুন্দরী প্রেসিডেন্টের। এ বিষয়ে তার বক্তব্য, আরে ভিভিআইপি গ্যালারিতে বিশেষ পোশাক পরে বসলে খেলার আনন্দ উপভোগ করা যায় নাকি।

গ্যালারিতে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতরোভিচ। ছবি: দ্য মিরর

আর তাইি এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতরোভিচকে দেখা গেল সাধারণ গ্যালারিতে। গায়ে দেশের জার্সি, গলায় ঝুলছে বিশ্বকাপের ফ্যান আইডি। দেখে আর পাঁচটা সাধারণ ফুটবল সমর্থক বলে ভুল হতে পারে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানাচ্ছে কোলিন্দা গ্রাবার কেবল ক্রোয়েশিয়ার প্রশাসনিক প্রধানই নন তিনি দেশটির সেনা প্রধান্ও বটে। আর তাই সাধারণ গ্যালারিতে তার নিরাপত্তা নিয়ে আপত্তি জানিয়েছিল রাশিয়ান কর্তৃপক্ষও। কিন্তু কোলিন্দা বলেছেন নিজের দেশের নাগরিকদের মধ্যে তাঁর কোনো ভয় নেই। আর তাই আর দশজন সাধারণ সমর্থকের মতোই বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কেটে খেলা দেখতে চলে এসেছেন তিনি। প্রিয় দলের জয়ে উচ্ছ্বাসের ছবি শেয়ার করেছেণ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে

 

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর