Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাগ্যকে দোষ দিলেন না তিতে


৭ জুলাই ২০১৮ ১৯:০৫

সারাবাংলা ডেস্ক।।

তিতের জন্য ব্যাপারটা কঠিন হওয়ারই কথা। ২০০২ সালের পর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল, লুইজ ফেলিপে স্কলারির পাশে বসার সুযোগ ছিল তিতের। কিন্তু আরও একবার নকআউট পর্বে গিয়ে স্বপ্নভঙ্গ ব্রাজিলের, কোয়ার্টার ফাইনালে গিয়েই হেরে গেল ব্রাজিল। এমন একটা ম্যাচের পর স্বাভাবিকভাবেই তিতে হতাশ। তবে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দেবেন কি না, সেটা নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিলেন না। এমন একটা জয়ের জন্য কৃতিত্ব দিলেন বেলজিয়ামকেও।

বিজ্ঞাপন

ব্রাজিল কাল যেমন খেলেছে, সেটার জন্য নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। একের পর এক সুযোগ পেয়ে কখনো নিজেরা কাজে লাগাতে পারেনি, কখনো বাধা হয়ে দাঁড়িয়েছেন গোলরক্ষক কোর্তোয়া। তিতে অবশ্য সেটার জন্য কোনো আফসোস করছেন না, ‘ ভাগ্য নিয়ে কথা বলতে চাই না আমি। এটা ঠিক ভাগ্য আপনার পক্ষে থাকলে জয় সহজ হয়ে যায়। কিন্তু কোর্তোয়া কি ভাগ্যবান ছিল? উঁহু, সে ছিল আসলে অবিশ্বাস্য। শট গোলপোস্টে লাগতেই পারে। পুরো ম্যাচে বেলজিয়ামই ভালো খেলেছে। আমরা পর্যাপ্ত গোলের সুযোগ তৈরি করতে পারিনি। এরকম হার মেনে নেওয়া খুবই কষ্টকর।’

তিতে স্বীকার করলেন, সুযোগ কাজে লাগাতে না পারার জন্যই হেরেছেন তারা, ‘আমরা তো ম্যাচের দুই তৃতীয়াংশ সময়ই নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। কিন্তু বেলজিয়াম যে সুযোগই পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। কৌশলগত দিক দিয়ে দুই দলই দারুণ ছিল, সেজন্যই এটা একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে। হারলে সবসময়ই খারাপ লাগে, এটা মানতেই হবে।’

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর