Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে ম্যাচ জিততে দুই বিষয়ে সজাগ থাকতে বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৬

এশিয়া কাপ মাঠে গড়িয়েছে গতকাল। বাংলাদেশ অবশ্য এখনো মাঠে নামেনি। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবেন টাইগাররা। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে দুই টোটকা পেলেন লিটন দাসরা।

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘদিন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন আমিনুল। তাতে দীর্ঘদিন থাকতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে যেখানে হচ্ছে এবারের এশিয়া কাপ। সে হিসেবে দেশটির পিচ সম্পর্কে ভালোই জানা আমিনুল ইসলামের। অভিজ্ঞতা থেকে দুটি দিক নিয়ে পরামর্শ দিলেন বুলবুল যেটা ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে।

বিজ্ঞাপন

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘এখানে পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দা উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা বা ফিল্ডিংয়ে আমরা যদি আর ১০টা রান বাঁচাতে পারি, এই ২৫টি রান হবে নির্ধারক ব্যাপার।’

এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই ফরম্যাটে বাংলাদেশ দারুণ ছন্দে আছে। পাকিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ।

বিসিবি সভাপতি স্বাভাবিকভাবেই তাই এই বাংলাদেশকে নিয়ে আশাবাদী। বুলবুল বলেছেন, ‘আমি প্রত্যাশা করছি… আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, এখানে ভবিষ্যদ্বানী করা খুব কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এই দলটা নিয়ে।’

বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে পরেছে। গ্রুপে বাংলাদেশ ছাড়াও অন্য তিন দল- শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং।

সারাবাংলা/এসএইচএস

আমিনুল ইসলাম বুলবুল এশিয়া কাপ ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

‘এই সময়ের হিটলার ট্রাম্প’
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১

আরো

সম্পর্কিত খবর