তর্কাতীত ভাবেই এবারের এশিয়া কাপের সবচেয়ে ফেভারিট দল ভারত। ফেভারিটদের টুর্নামেন্ট শুরুও হলো উড়ন্ত ভাবে। মাত্র ২৭ বল ব্যাটিং করেই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ভারত।
সংযুক্ত আরব আমিরাতকে স্রেফ উড়িয়ে দিয়েছেন ভারতীয়রা। আগে বোলিং করতে নেমে মাত্র ৫৭ রানে সংযুক্ত আরব আমিরাতকে গুটিয়ে দিয়েছে ভারতীয় বোলিং। পরে মাত্র ২৭ বলেই জয় নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। সংযুক্ত আরব আমিরাতে শুরুটা খুব মন্দ হয়েছিল তা বলা যাবে না।
দুই ওপেনার আলীশান শারাফু ও মোহাম্মদ ওয়াসিম মিলে প্রথম তিন ওভারে তোলেন ২৫ রান। এরপর থেকেই ধসের শুরু। দলীয় ত্রিশের আগে দুই ওপেনারকে হারায় আমিরাত। দলীয় ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় মরুর দেশটি। সেই আরব আমিরাত গুটিয়ে গেছে ৫৭ রানে। অর্থাৎ মাত্র ১০ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়েছে আরব আমিরাত।
ভারতীয় স্পিনার কুলদ্বীব যাদব ৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ২ রানে তিন উইকেট নিয়েছেন শিভম দুবে।
জবাব দিতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা চতুর্থ ওভারের পঞ্চম বলে যখন ফিরছিলেন ভারতের রান তখন ৪৮। ১৬ বলে ২টি চার ৩টি ছক্কায় একাই ৩০ রান করেন অভিষেক। আর উইকেট হারায়নি ভারতীয়রা।
চতুর্থ ওভারের তৃতীয় বলে জয় নিশ্চিত করেছে ভারত। ভারতের অপর ওপেনার শুভমান গিল তখন ৯ বলে ২টি চার ১টি ছয়ে ২০ রানে অপরাজিত। তিনে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব ২ বলে ৭ রানে অপরাজিত ছিলেন।