Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেকহামের সাথে ইব্রার যে বাজি…


৭ জুলাই ২০১৮ ১৯:৫১ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ১১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

সামারা অ্যারেনায় শনিবার (৭ জুলাই) শেষ আটের লড়াইয়ে নামছে ইংল্যান্ড-সুইডেন। এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে। আর এই ম্যাচে বাজি ধরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম আর সুইডেনের রেকর্ড গোলদাতা জ্লাতান ইব্রাহিমোভিচ। বাজিতে নিজের দলকেই এগিয়ে রাখছেন দু’জন।

দুজনই একসঙ্গে খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। তাই দুজনের বোঝাপড়াও আছে বেশ। তবে শনিবারের ম্যাচে নিজেদের জাতীয় দলকে এগিয়ে রাখতে বাজি ধরেছেন দুজনই। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেকহামকে উদ্দেশ্য করে প্রথমে ইব্রা লেখেন, ‘শোনো ডেভিড বেকহাম। যদি ইংল্যান্ড এই ম্যাচে জয় পায় তাহলে তুমি বিশ্বের যেখানে চাও সেখানেই তোমাকে ডিনার করাবো। আর যদি সুইডেন জয় পায়, তাহলে ইকেয়া থেকে (সুইডিশ ফার্নিচার কোম্পানি) আমি যা চাইবো সেটাই কিনে দিতে হবে। রাজি?’

বিজ্ঞাপন

বেকহাম অবশ্য অনেকটা মজার ছলে ইব্রার জবাবটা দিয়েছেন ইনস্টাগ্রামেই, ‘যদি সুইডেন জয় পায়, তাহলে ইকেয়া থেকে তোমার যা প্রয়োজন হবে তাই কিনে দেবো। তবে, ইংল্যান্ড জিতে গেলে আমি চাইবো, ওয়েম্বলিতে এসে ইংল্যান্ডের জার্সি গায়ে ইংল্যান্ডের ম্যাচ দেখতে আসবে। আর ম্যাচের বিরতিতে মাছ ও চিপস খাবে।’

তবে, দু’জনের বাজির লড়াইয়ে জয়টা কার আসবে সেটা দেখতে অপেক্ষায় থাকতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্তই।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর