Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপের প্রথম ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৬

এশিয়া কাপ মাঠে গড়িয়েছে গত ৯ সেপ্টেম্বর। আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে আজ হংকংয়ের মুখোমখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

শক্তির বিচারে হংকং বাংলাদেশের চেয়ে যোজন যোজন পিছিয়ে। ফলে আজকে ম্যাচে বাংলাদেশের জয়টা হবে প্রত্যাশিত। তবে শুরু জয়ই নয়, পরের রাউন্ডে যেতে বড় ব্যবধানের জয়ই দরকার লিটন দাসদের।

সেই লক্ষ্যে সম্ভাব্য সেরা একাদশটাই বানিয়েছে বাংলাদেশ। প্রথম তিন পজিশনে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও লিটন দাস। চারে হাসান হাসানকে না নিয়ে কিছুটা ছন্দহীন থাকা অভিজ্ঞ তাওহিদ হৃদয়কেই নিয়েছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান সর্বশেষ ম্যাচে রান করলেও পরীক্ষিত শামীম হোসেন পাটোয়ারীকে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর জাকের আলী অনিক অনেকটা অটো চয়েজই।

বিজ্ঞাপন

বোলিংয়ে স্বাভাবিকভাবে দুই স্পিনার তিন পেসার নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। দুই স্পিনার শেখ মাহেদির সঙ্গে লেগস্পিনার রিশাদ হোসেন। পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ প্রত্যাশিতভাবেই আছেন। সঙ্গে তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ-হংকং

বিজ্ঞাপন

জাকসুর ফল ঘোষণা হতে পারে কাল
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৩

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর