এশিয়া কাপ টি-টোয়েন্টি মাঠে গড়িয়েছে দুদিন হলো। বাংলাদেশ দল মাঠে নামছে আজ। আজ নিজেদের প্রথম ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ হংকং। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে শুধু জয় নয় বড় জয় প্রয়োজন টাইগারদের। বাংলাদেশ ‘বি’ গ্রুপ থেকে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এই গ্রুপের মোট চার দল- বাংলাদেশ, হংকং, আফগানিস্তান ও শ্রীলংকা। চার দলের দুই দল যাবে পরের রাউন্ডে।
এদিকে, নিজেদের প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে রানরেটে অনেকটা এগিয়ে গেছে আফগানিস্তান। ফলে বাংলাদেশেরও বড় জয় আবশ্যক হয়ে পরেছে। রান রেটে আফগানদের ছাড়িয়ে যেতে বা কাছাকাছি থাকতে। এই হিসেবে আজ শক্ত একাদশই গড়েছে বাংলাদেশ।
প্রথম তিন পজিশনে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও লিটন দাস। চারে হাসান হাসানকে না নিয়ে কিছুটা ছন্দহীন থাকা অভিজ্ঞ তাওহিদ হৃদয়কেই নিয়েছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান সর্বশেষ ম্যাচে রান করলেও পরীক্ষিত শামীম হোসেন পাটোয়ারীকে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর জাকের আলী অনিক অনেকটা অটো চয়েজই।
বোলিংয়ে স্বাভাবিকভাবে দুই স্পিনার তিন পেসার নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। দুই স্পিনার শেখ মাহেদির সঙ্গে লেগস্পিনার রিশাদ হোসেন। পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ প্রত্যাশিতভাবেই আছেন। সঙ্গে তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।