এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বোলিংটা খুব বেশি ভালো হলো না বাংলাদেশের। আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রান তুলেছে খর্বশক্তির হংকং।
আগে বোলিং করতে নেমে শুরুতে বাংলাদেশি বোলারদের প্রভাব ছিল চোখে পড়ার মতো। কিন্তু মাঝের ওভারগুলোতে উইকেট এনে দিতে পারেননি বোলররা। হংকংয়ের নিজাকাত খান ও ইয়াছিম মুর্তাজা মিডল ওভারে বেশ ভালো ব্যাটিং করেছেন। দুই মিলিয়ে দেড়শর কাছাকাছি গিয়েছে হংকং।
কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রানেই গুটিয়ে গিয়েছিল হংকং। ফলে বাংলাদেশেরও প্রত্যাশা ছিল অল্প রানে আটকে গিয়ে বড় জয়। অন্তত অল্পতে আটকানো গেল না হংকংকে।
বৃহস্পতিবার (১১ জুলাই) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। হংকংকে দ্রুত আটকে দেওয়ার পরিকল্পনাই ছিল নিশ্চয় টাইগারদের। শুরুটাও বেশ ভালো হয়েছিল বাংলাদেশি বোলারদের। দ্বিতীয় ওভারে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব পঞ্চম ওভারের চতুর্থ বলে যখন বাবর হায়াতকে বোল্ড করলেন তখন হংকংয়ের স্কোর ৩০/২।
মাঝের ওভারগুলোতে এরপর দুটি শক্ত জুটি গড়েছে হংকং। বাংলাদেশি বোলাররা উইকেট এনে দিতে পারেননি মাঝের ওভারগুলোতে। তৃতীয় উইকেটে ৪১ বলে ৪১ রান তোলেন জিসান আলি ও নিজাকাত খান।
চতুর্থ উইকেট জুটিতে মাত্র ৩৪ বলে ৪৬ রান তোলেন নিজাকাত খান ও অধিনায়ক ইয়াছিম মুর্তাজা। শেষ কয়েকটা ওভারে অবশ্য দারুণ কামব্যাক করেন বাংলাদেশি বোলাররা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমেছে হংকং।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিব।