ফাইনালের পথে ওরা চার
৮ জুলাই ২০১৮ ০৩:৩৪ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ০৩:৩৯
।। স্পোর্টস ডেস্ক ।।
বাকী থাকলো আর চার। কোয়ার্টার ফাইনাল থেকে একে একে বিদায় নিলো চার দল। উরুগুয়ে-ব্রাজিল-সুইডেন ও রাশিয়া ‘টাটা’ হয়েছে বিশ্বকাপ থেকে। স্বপ্ন বেঁচে রইলো সেমি নিশ্চিত করা চার দলের। লাতিন আমেরিকাহীন শেষ চারে থাকছে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখলো ইউরোপের এই চার দেশ।
প্রথম কোয়ার্টার ফাইনালে নিঝনি নভগোরদ স্টেডিয়ামে দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনাল করেছে একবারের বিশ্বকাপজয়ী ফ্রান্স। একই রাতে কাজানে ব্রাজিলকে বিদায় করে শেষ চার নিশ্চিত করে বেলজিয়াম।
তার পরের দিন (৭জুলাই) সুইডেনকে হারিয়ে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের স্বপ্নে বিভোর ইংল্যান্ড। আর আয়োজক দল রাশিয়াকে বিদায় করে দ্বিতীয়বারের মতো সেমি ফাইনালে পা রাখলো ইউরোপের দল ক্রোয়েশিয়া।
বাকী আছে আর মাত্র চারটি ম্যাচ। দুই সেমি ফাইনাল। ফাইনাল ও তৃতীয় নির্ধারণী ম্যাচ।
বুধবার (১০ জুলাই) রাত ১২টায় সেইন্ট পিটার্সবুর্গে প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম। তার পরের দিন একই সময়ে লুঝনিকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে লড়াই করবে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড।
দুই সেমি ফাইনালের হেরে যাওয়া দল খেলবে তৃতীয় নির্ধারণী ম্যাচ। ১৪ জুলাই সেইন্ট পিটার্সবুর্গে মুখোমুখি হবে দুই দল। আর বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ ফাইনালটি হবে তারপর দিন (১৫জুলাই) লুঝনিকি স্টেডিয়ামে। দুই সেমি ফাইনালে বিজয়ী দল পরস্পর মুখোমুখি হবে বিশ্বকাপের আশায়।
সারাবাংলা/জেএইচ