‘ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই অনুশীলন চালাবে ক্রোয়েশিয়া’
৮ জুলাই ২০১৮ ১৪:০৭ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ১৪:১০
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া। শনিবার (৭ জুলাই) স্বাগতিক রাশিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে জয় তুলে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। শেষ চারে ইংলিশদের বিপক্ষে লড়তে হবে ক্রোয়েশিয়ানদের। তাই সেই ম্যাচের দিকেই লক্ষ্য রাখছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ।
১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের সেমিতে উঠেছিল ক্রোয়েশিয়া। ২০ বছর পর এবার স্বাগতিক রাশিয়ার বিপক্ষে জয় তুলে সেমির স্বপ্ন পূরণ করেছে ক্রোয়েশিয়া। শেষ আটে জয়ের দিনে ম্যাচসেরার পুরষ্কারটাও এসেছে মদ্রিচের হাতে।
তবে, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে সবচেয়ে বড় হুমকি মোকাবিলা করতে হবে বলে মনে করছেন মদ্রিচ। ইংলিশদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এই অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে কঠিন, সংকটপূর্ণ একটি ম্যাচ হবে বলেই মনে করি। এই ম্যাচের দিকে আমাদেরকে পুরোপুরি লক্ষ্য রাখতে হবে। আমি নিশ্চিত, এই ম্যাচের আগে আমরা ভালভাবেই প্রস্তুত হতে পারব।’
তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ যে একেবারেই সহজ হবেনা, সেটাই আবার বলে রাখলেন মদ্রিচ, ‘সুইডেনের সঙ্গে ওদের (ইংল্যান্ড) ম্যাচ দেখেছিলাম। ডেট-বল সিচুয়েশনে ওদের খেলার সামর্থ্য তারা দেখিয়েছে। তাই ওদের বিপক্ষে মাঠে নামার আগে আমাদেরকে ভালভাবেই অনুশীলন চালাতে হবে।’
এর আগে নকআউট পর্বে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময় আর অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর, ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখান থেকে ৩-২ ব্যবধানে জয় পেয়ে শেষ আটে উঠেছিল মদ্রিচ-রাকিতিচরা। এরপর, শেষ আটের ম্যাচেও রাশিয়ার বিপক্ষে ১২০ মিনিট খেলার পর পেনাল্টি থেকেই লক্ষ্যে পৌঁছেছে তারা।
আগামী ১১ জুলাই (বুধবার) মস্কোর লুজকিনি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। হ্যারি কেইনদের বিপক্ষে সেমির লড়াইয়ে নিজেদের সেরাটাই দিতে হবে মদ্রিচ-রাকিতিচদের।
সারাবাংলা/এসএন