এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দুই পরিবর্তন নিয়ে আজকে ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলা ম্যাচের একাদশ থেকে বাদ পরেছেন নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। মিডল অর্ডার ব্যাটার নুরুল হাসান সোহানের জায়গায় ডাকা হয়েছে পেশার শরিফুল ইসলামকে। আর লেগস্পিনার রিশাদ হোসেনকে বসিয়ে একাদশে ডাকা হয়েছে অফস্পিনার শেখ মাহেদিকে।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৬ বলে ১২ রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন সোহান। তার বদলে একাদশে একজন বাড়তি বাঁহাতি পেসার নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
অপর দিকে রিশাদ হোসেন গত দুই ম্যাচেই রান খরচ করেছেন অনেক। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছেন। তবে শ্রীলংকার একাদশে যেহেতু বাঁহাতি ব্যাটারে ভড়া তাহলে তাদের বিপক্ষে মাহেদির মতো একজন অফস্পিনারকে দলে প্রয়োজন মনে করেছে টিম ম্যানেজমেন্ট।
এছাড়া ওপেনিংয়ে পারভোজ হোসেন ইমনকে বসিয়ে সাইফ হাসানকে খেলানোর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সাইফকেই একাদশে রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহেদি, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।