Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-পাকিস্তান দ্বৈরথ: আজও হাত মেলাননি দুই অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯

ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ। ম্যাচে আগে ব্যাটিং করবে পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে হাত মেলাননি ভারত-পাকিস্তান দুই দলের ক্রিকেটাররা। বিষয়টা নিয়ে তুলকালাম চলছে বিশ্বজুড়ে। আজ সুপার ফোরের ম্যাচেও হাত মেলাননি দুই অধিনায়ক।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত না মিলিয়ে পাশ কাটিয়ে বেড়িয়ে যান।

বিজ্ঞাপন

আজ ভারতীয় একাদশে ফিরেছেন যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। সুপার ফোর নিশ্চিত হওয়ায় এই দুজনকে সর্বশেষ ম্যাচে বিশ্রাম দিয়েছিল ভারত। পাকিস্তান একাদশে দুজন পরিবর্তন। বাদ পরেছেন খুশদিল শাহ ও হাসান নাওয়াজ। তাদের বদলে একাদশে ফিরেছেন ফাহিম আশরাফ ও হুসেইন তালাত।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৫ ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর