এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জং স্কোর গড়েছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৭১ রান তুলেছে পাকিস্তান।
ওপেনার শাহেদজাদা ফারহানের ফিফটির পর পাকিস্তানের হয়ে কম-বেশি রান পেয়েছেন প্রায় সবাই। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানে থেমেছে পাকিস্তান।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। শুরুতে যশপ্রীত বুমরাহর ওপর চড়াও হন ফখর জামান। পাকিস্তানি ওপেনার অবশ্য বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি। ৯ বলে ১৫ রান করে ফিরেছেন।
তিনে নামা সিয়াম আইয়ূবকে নিয়ে এরপর শক্ত একটা জুটি গড়েন অপর ওপেনার শাহেবজাদা ফারহান। শিভম দুবের বলে সিয়াম আইয়ূব ১৭ বলে ২২ রান করার সময় পাকিস্তানের রান ছিল ৯৩। তবে শুরুতে যেভাবে তেড়েফুঁড়ে খেলেছে পাকিস্তান মিডল ওভারে সেভাবে এগুতে পারেনি।
হুসেন তালাত, মোহাম্মদ নাওয়াজরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। শাহেবজাদা ফারহান শেষ পর্যন্ত ৪৫ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৮ রান করে আউট হয়েছেন। শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করলে একশ সত্তোরের ওপারে যায় পাকিস্তান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ৩৩ রানে দুই উইকেট নিয়েছেন শিভম দুবে। একটা করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও কুলদ্বীব যাদব।