Sunday 21 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে আরেকবার হারিয়ে ইতিহাস গড়ল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৬

আগে ব্যাটিং করে ১৭১ রান তুলেছিল পাকিস্তান। টি-টোয়েন্টিতে এটা চ্যালেঞ্জিং স্কোর। তবে সেই চ্যালেঞ্জ রীতিমতো উড়িয়েই দিল ভারত! দুই ওপেনারের ব্যাটে দাপুটে রান তাড়া করে জিতেছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানকে শেষ পর্যন্ত ৬ উইকেটে হারিয়েছে ভারত।

পাকিস্তানের বিপক্ষে ভারতের এটা টানা ষষ্ঠ জয়, যা ইতিহাস। ভারত-পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা ছয় ম্যাচ জিতেনি কোনো দল।

রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের ১৭১ রানের জবাব দিতে নেমে শুরুতে রীতিমতো ক্রিজে ঝড় তুুলেছেন ভারতের দুই ওপেনার  অভিষেক শর্মা ও শুভমান গিল। দশ ওভারের ওপেনিং জুটিতেই দুজন যোগ করেন ১০৫ রান। ম্যাচের ফল কী হতে যাচ্ছে তা সেখানেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

এরপর হারিস রউফ ও ফাহিম আশরাফ পাকিস্তানকে কয়েকটি উইকেট এনে দিয়েছেন বটে তবে ভারতের জয় ঠেকাতে পারেনি। শুভমান গিল ২৮ বলে ৮টি চারে ৪৭ রান করে ফাহিম আশরাফের বলে আউট হয়েছেন।

তিনে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব ফিরেছেন শূন্য রানে। পাঁচে নেমে সুবিধা করতে পারেননি সাঞ্জু স্যামসনও। ১৭ বলে ১৩ রান করে ফিরেছেন ভাতের উইকেটরক্ষক ব্যাটার। তবে ওপেনার অভিষেক শর্মা যতক্ষণ ক্রিজে ছিলেন রীতিমতো নাচিয়েছেন পাকিস্তানের বোলারদের।

ইনিংসের ১৩তম ওভারে ফেরার আগে মাত্র ৩৯ বল খেলে ৬টি চার ৫টি ছক্কায় ৭৪ রান করেছেন অভিষেক।  ভারতের জয় নিশ্চিত হয়েছে ১৯তম ওভারের পঞ্চম বলে। তিলক ভার্মা শেষ পর্যন্ত ১৯ বলে দুটি করে চার-ছয়ে ৩০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে আগে ব্যাটিং করতে নেমে বেশ শক্ত একটা স্কোর গড়েছিল পাকিস্তান। টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। শুরুতে যশপ্রীত বুমরাহর ওপর চড়াও হন ফখর জামান। পাকিস্তানি ওপেনার অবশ্য বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি। ৯ বলে ১৫ রান করে ফিরেছেন।

তিনে নামা সিয়াম আইয়ূবকে নিয়ে এরপর শক্ত একটা জুটি গড়েন অপর ওপেনার শাহেবজাদা ফারহান। শিভম দুবের বলে সিয়াম আইয়ূব ১৭ বলে ২২ রান করার সময় পাকিস্তানের রান ছিল ৯৩। তবে শুরুতে যেভাবে তেড়েফুঁড়ে খেলেছে পাকিস্তান মিডল ওভারে সেভাবে এগুতে পারেনি।

হুসেন তালাত, মোহাম্মদ নাওয়াজরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। শাহেবজাদা ফারহান শেষ পর্যন্ত ৪৫ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫৮ রান করে আউট হয়েছেন। শেষ দিকে ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করলে একশ সত্তোরের ওপারে যায় পাকিস্তান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে  পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ৩৩ রানে দুই উইকেট নিয়েছেন শিভম দুবে। একটা করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও কুলদ্বীব যাদব।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর