Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলার শক্তি হারিয়ে ফেলেছি: নেইমার


৮ জুলাই ২০১৮ ১৬:২৩

।। স্পোর্টস ডেস্ক ।।

জার্মানি, আর্জেন্টিনার বিদায়ের পর এবারের বিশ্বকাপ আসরের হট ফেভারিট ছিল লাতিন আমেরিকার শেষ ভরসা ব্রাজিল। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো বিদায় নেওয়ার পর পাদ-প্রদীপের আলোয় ছিলেন নেইমার। অনেক স্বপ্ন নিয়ে কানে হেডফোন, স্বর্ণে মোড়ানো ব্যাগ, স্বর্ণলতার চুল নিয়ে রাশিয়া এসেছিলেন নেইমার। রাশিয়া ছেড়েছেন একই ভঙ্গিতে। দেশে ফেরার সময় তার চোখে মুখে ছিল হতাশার ছাপ। কারণ খালি হাতেই দেশে ফিরতে হয়েছে নেইমারকে।

বিজ্ঞাপন

বেলজিয়ামের কাছে হেরে নেইমারের মতো স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিল সমর্থকদের। কোয়ার্টার ফাইনালে হারার পর তিনি কোনো কথাই বলেননি সংবাদমাধ্যমের সঙ্গে। মিক্সড জোনেও এড়িয়ে গেছেন সাংবাদিকদের।

তবে, সময় গড়ানোর সাথে সাথে নেইমার গণমাধ্যমে কথা না বললেও নিজের স্বপ্ন ভঙ্গের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবল তারকা তার নিজের ইনস্টাগ্রামে লিখেছেন নিজের কষ্টের কথা, ‘আমার ক্যারিয়ারের সবেচেয়ে দুঃখের দিন এটি। এটা অনেক বড় যন্ত্রণার। আমরা অনেক দূর যেতে পারতাম, ইতিহাস গড়ার সুযোগ ছিল আমাদের সামনে। কিন্তু সেটা এবার হলো না। নতুন করে ফুটবল খেলার শক্তিটাই যেন আর পাচ্ছি না।

হারের যন্ত্রণা নিয়ে দেশে ফেরা নেইমার আরও লিখেছেন, আবার পুরো উদ্যম নিয়ে ফুটবল খেলাটা কষ্টকর। তবে আমার বিশ্বাস, ঈশ্বর যে কোনো পরিস্থিতি থেকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেবেন। এ জন্যই আমি কখনো ঈশ্বর-চিন্তা বাদ দেই না, এমনকি হারলেও। তাই এই পরাজয়ের মুহূর্তেও তাকে ধন্যবাদ জানাই। এই দলের অংশ হতে পেরে আমি খুশি এবং দলের সবার জন্য গর্বিত। কিন্তু মাথায় এবং মনে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার খিদে থেকেই গেল।

বিজ্ঞাপন

এবারের আসরে ব্রাজিলের অন্যতম ভরসা ছিলেন ২৬ বছর বয়সী তারকা নেইমার। নিজে গোল করেছেন দুটি, অ্যাসিস্টও করেছেন। বেলজিয়ামের বিপক্ষে নিজের সবশেষ ম্যাচে ছিলেন আগুন ফর্মে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর