Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা?


৮ জুলাই ২০১৮ ১৬:২৭

।। স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপ এলেই শিরোপা জয়ের প্রশ্নটা এসে যায়। এর সঙ্গে সম্পূরক প্রশ্ন হিসেবে চলে আসতে পারে, সোনার বুট যাবে কার হাতে (পড়ুন পায়ে)? প্রতিবারই গোল্ডেন বুটের তালিকায় নাম থাকে কয়েকজনের। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ৬ গোল করে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। আর তাতেই এই পুরষ্কার হাতে তোলেন কলম্বিয়ান এই মিডফিল্ডার। এর আগে অবশ্য বেশিরভাগ আসরেই স্ট্রাইকাররাই এই পুরষ্কার হাতে তুলেছিলেন। এবারের আসরে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন স্ট্রাইকাররাই।

বিজ্ঞাপন

এক নজরে দেখে নেওয়া যাক গোল্ডেন বুটের তালিকায় এগিয়ে থাকা কয়েকটি নাম:

গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে আছেন ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইন। ৪ ম্যাচে একটি হ্যাটট্রিক সহ ৬টি গোল আছে তার ঝুলিতে। ছয় গোলের মধ্যে ৩টি গোলই পেনাল্টি থেকে করেছেন ইংলিশ এই তারকা। এছাড়াও ডি-বক্স থেকে ২টি ও হেডে ১টি গোল করেন তিনি।

কেইনের পর এই তালিকায় আছেন বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ৪ ম্যাচে ৪টি গোল করে গোল্ডেন বুট জয়ের তালিকার দুইয়ে আছেন তিনি।

তালিকার তৃতীয় স্থানে আছেন ফ্রান্স ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজমান। ৫ ম্যাচে ৩টি গোল করে এই তালিকায় লুকাকুর পরই আছেন ফরাসি এই তারকা। ৩ গোলের মধ্যে ২টি গোলই পেনাল্টি থেকে করেছেন গ্রিজমান।

৫ ম্যাচে ৩টি গোল নিয়ে এই তালিকার চারে আছেন কাইলিয়ান এমবাপে।

তালিকায় পাঁচে আছেন বেলজিয়ান ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। ৪ ম্যাচে ২টি গোল নিয়ে এই তালিকায় আছেন তিনি। দুটি গোলের মধ্যে পেনাল্টি থেকে ১টি।

গোল্ডেন বুটের তালিকার ছয়ে আছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৫ ম্যাচে তার ঝুলিতে আছে ২টি গোল। দুটি গোলের মধ্যে পেনাল্টি থেকে ১টি গোল করেছেন এই তারকা মিডফিল্ডার।

বিজ্ঞাপন

তবে, গোল্ডেন বুটের দৌড়ে শেষ হাসিটা কে হাসে, তা দেখতে অপেক্ষায় থাকতে হবে ১৫ জুলাই রাত পর্যন্ত।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর