রিয়াল-জুভেন্টাস টানাটানির মাঝে গ্রিসে রোনালদো
৮ জুলাই ২০১৮ ১৭:১৩ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ১৭:১৬
।। স্পোর্টস ডেস্ক।।
উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর অবসরের কোনো ঘোষণা দেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনের কথা ফুটবল আকাশে চাউর। সেটা লুফে নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালির জায়ান্ট জুভেন্টাস। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদোকে পেতে লস ব্লাঙ্কোসদের অফার দিয়েছে তারা।
হয়তো রোনালদোর পরবর্তী ঠিকানা হতে চলেছে জুভেন্টাস। যদিও এ খবরকে অস্বীকার করে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে, রোনালদো তার পরিবার নিয়ে অবস্থান করছেন গ্রিসে। সেখানে অত্যাধুনিক এক রিসোর্টে অবকাশ যাপন করছেন সিআর সেভেন।
রিয়ালের হয়ে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন রোনালদো। এরপর বিশ্রাম নিতে পারেননি, যোগ দিয়েছিলেন পর্তুগালের বিশ্বকাপ অনুশীলনে। ৩৩ বছর বয়সী রোনালদো আপাতত ব্যস্ত সূচিতে নেই, সময়টা কাটাচ্ছেন গ্রিসের দক্ষিণাঞ্চলে অবস্থিত পেলোপোনসে। নিজস্ব বিমানেই গেছেন রোনালদো এবং তার পরিবার। বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রিসোর্টে পৌঁছেন তারা। আগে থেকেই রিসোর্টটি ঘিরে রেখেছিল নিরাপত্তাকর্মীরা।
এদিকে, ইতালির গণমাধ্যম টু্ট্টো স্পোর্টসের প্রতিবেদন বলছে, সিআর সেভেনের সঙ্গে চুক্তিতে পৌঁছে গেছে অল্ড লেডি খ্যাত জুভেন্টাস। ২০২২ সাল পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর সঙ্গে। চুক্তিতে প্রতিবছর তাকে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে চলছে জুভেন্টাস এমনটাই বলা হয়েছে। যদিও রিয়াল মাদ্রিদ বলছে, রোনালদোর রিলিজ ক্লজ ১ হাজার মিলিয়ন ইউরো। কিন্তু জুভেন্টাস মনে করে এটা আলোচনা সাপেক্ষে কমানো যাবে। কারণ ক্লাব কাউকে আটকে রাখবে না যদি খেলোয়াড় নিজেই ক্লাব ছাড়তে চায়।
রিপোর্টের প্রতিবেদনেও এটাও উল্লেখ করা হয়েছে যে, রোনালদো বেতনের জন্য জুভেন্টাসে যাচ্ছে এমন নয়, জুভেন্টাস তাকে যে সম্মান করেছে চুক্তির প্রস্তাব করে সেটাই বড়।
দেশের হয়ে ইউরো জিতেছেন রোনালদো, তার মুকুটে সবচেয়ে বড় পালকগুলোর একটি। তবে বিশ্বকাপের সবচেয়ে বড় সাফল্য হয়ে আছে ২০০৬ সালে দলকে সেমিফাইনাল নিয়ে যাওয়া পর্যন্ত। দেশের হয়ে রেকর্ড ৮৫টি গোল আছে তার। চার বিশ্বকাপে পর্তুগিজ তারকা ১৭ ম্যাচ খেলে ৭ বার বল জালে জড়িয়েছেন। দুটো অ্যাসিস্টসহ ২২টা গোলের সুযোগ করে দিয়েছেন আর ৩৮ বার ড্রিবলিং সফলভাবে করেছেন।
সারাবাংলা/এমআরপি