Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে ‘অনেক বড়’ ভেবে মাঠে নামতে চায় না বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৯

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের দারুণ সূচনা হয়েছে। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জিতেছে লিটন দাসের দল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ভারত শুধু চলতি টুর্নামেন্টেরই সেরা নয় বরং বিশ্বের মধ্যেই সেরা। এশিয়া কাপে ভারত এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ক্রিকেট খেলছেও। তবে মুখোমুখি হওয়ার আগে ভারতকে ‘অনেক বড়’ ভাবতে চায় না বাংলাদেশ।

অন্য প্রতিপক্ষের মতোই ভারতকে একটি প্রতিপক্ষ হিসেবে চিন্তা করেই মাঠে নামতে চায় লাল-সবুজের দল। আজ সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন বাংলাদেশ দলের স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি।

আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলাটা শুরু হবে আবু ধাবিতে। কদিন ধরে পুরোমেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজও অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ মাহেদি বলছিলেন, ‘আগে থেকেই আমরা স্বাভাবিক। যেভাবে আমরা আছি আমাদের শরীরী ভাষা যেভাবে আছে আমরা বেশি কিছু চিন্তা করছি না। কেবল একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য নামব। প্রতিপক্ষ ভারত কী অস্ট্রেলিয়া এটা নিয়ে আমরা চিন্তা করছি না।’

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে একটিতে। কোনো টুর্নামেন্টে ভারতকে টি-টোয়েন্টিতে এখনো হারাতে পারেনি বাংলাদেশ।

মেহেদি সেসব নিয়ে ভাবছেন না। বাংলাদেশ সব ম্যাচই জেতার জন্যই খেলে বলেছেন ডানহাতি স্পিনিং অলরাউন্ডার, ‘আমার মনে হয় আমরা যদি অমুকের (নামটা উহ্য রাখা হলো) সঙ্গেও ম্যাচ খেলি প্রত্যেকটা ম্যাচই জিতার জন্য বিশ্বাস থাকে সবার। নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। ম্যাচের পরিস্থিতিতে সবকিছু হয়ে থাকে।’

যেকোনো টুর্নামেন্টেই ভারতের ম্যাচ নিয়ে বাড়তি হাইপ তৈরি হয়, আলাদা দর্শক আগ্রহও থাকে। আগামীকালের ম্যাচ নিয়েও তা হবে নিশ্চয়ই। শেখ মাহেদি বলেন, ‘এটা নিয়ে চিন্তা করছি না, এটা তো আপনারা তৈরি করছেন বা দর্শকরা তৈরি করছে, আমরা স্বাভাবিক যেভাবে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আসছি ঠিক ওইভাবেই খেলব।’

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৫

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর