‘মেসিকে বিদায় করেছি, এবার হ্যাজার্ডের পালা’
৮ জুলাই ২০১৮ ১৮:০৬
।। স্পোর্টস ডেস্ক ।।
কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে ফ্রান্স। এদিকে, ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমির টিকিট কেটেছে বেলজিয়াম। ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের বিশ্বাস, এই বিশ্বকাপের শিরোপা তাদের ঘরেই যাবে। তাতে, সেমি ফাইনালে রুখে দিতে হবে বেলজিয়ানদের। বিশেষ করে রুখে দিতে হবে বেলজিয়াম অধিনায়ক ইডেন হ্যাজার্ডকে।
কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে ফ্রান্সকে লড়তে হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। সে ম্যাচে ফরাসিরা জিতেছিল ৪-৩ গোলের ব্যবধানে। ম্যাচে কোনো গোল পাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাকে এক রকম বোতলবন্দিই করে রেখেছিল ফরাসি ডিফেন্ডাররা। আর বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসিকে আটকে রাখতে পেরে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হার্নান্দেজ। এবার তার টার্গেট হ্যাজার্ড।
স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে খেলা হার্নান্দেজ জানালেন নিজের লক্ষ্যের কথা, আমরা এরই মধ্যে আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকে বিদায় করে দিয়েছি। সে ম্যাচে মেসি তো বলই স্পর্শ করতে পারেননি। এটাই সত্যি। বেলজিয়ামের বিপক্ষেও আমাদের অনেক খেলোয়াড় আছে যারা নিশ্চিত করবে হ্যাজার্ডকে রুখে দেওয়ার। তারা চেষ্টা করবে হ্যাজার্ড যেন যতটা সম্ভব কম বল পায়, সেভাবে খেলার।
বেলজিয়ামের বিপক্ষে সেমিতে হার্নান্দেজের সঙ্গে ফরাসি ডিফেন্স সামলাবেন মেসির ক্লাব সতীর্থ স্যামুয়েল উমতিতি, আর্জেন্টিনার বিপক্ষে গোল পাওয়া বেঞ্জামিন পাভার্ড আর রিয়াল মাদ্রিদে খেলা রাফায়েল ভারানে। রক্ষণকে যে কোনো মুহূর্তে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন ম্যানচেস্টার সিটির তারকা বেঞ্জামিন মেন্ডি, পিএসজির কিমপেম্বে।
বেলজিয়ামের সেরা তারকা হ্যাজার্ড আর লুকাকুকে নিয়ে সতর্ক হার্নান্দেজ আরও জানান, চাপের মধ্যে থেকেও হ্যাজার্ড দুর্দান্ত গতিতে বল নিয়ে সামনে অগ্রসর হয়। বিশ্বের সেরা খেলোয়াড়দের মতোই সে মেধাবী ফুটবলার। তার বিপক্ষে কোনো মিরাকলের অপেক্ষায় থাকা যাবে না। কম জায়গা পেলেও সে আপনাকে বিপদে ফেলে দেবে। টেকনিকের দিক দিয়ে হ্যাজার্ডের মতো দারুণ খেলে লুকাকু। তারা দুজনই ইংলিশ প্রিমিয়ারে দারুণ করেছে। লুকাকু তো শারীরিক দিক থেকেও শক্তিশালী। তাদের দুজনকে নিয়ে আমরা বেশ সতর্ক থাকবো।
আগামী ১০ জুলাই সেমি ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর র্যাংকিংয়ের তিন নম্বর দল বেলজিয়াম। সেইন্ট পিটার্সবুর্গে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
সারাবাংলা/এমআরপি