এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক।
ভারত ম্যাচে বাংলাদেশ একাদশে অদল-বদলের হিড়িক। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস খেলতে পারবেন কিনা তা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। আজ খেলতে নামতে পারেননি লিটন। তার জায়গায় বাংলাদেশকে আজ নেতৃত্ব দিবেন জাকের আলী অনিক।
বাংলাদেশ একাদশে আজ পরিবর্তন মোট ৪টি। একদিন পর পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই কারণেই কিনা সেরা একাদশের অনেককে বিশ্রাম দিতে চেয়েছে বাংলাদেশ!
তাসকিন আহমেদকে রাখা হয়নি একাদশে। বাদ দেওয়া হয়েছে অপর পেসার শরিফুল ইসলাম ও স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসানকেও। তাদের বদলে একাদশে রাখা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।