Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিখিত সেমিফাইনালে কেমন হবে বাংলাদেশ একাদশ?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৪

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ আজ পাকিস্তানের মুখোমুখি হবে। কাগজে-কলমে এই ম্যাচটা অলিখিত সেমিফাইনাল। মানে যে দল জিতবে তারাই হবে ফাইনালের দ্বিতীয় দল। প্রথম দল হিসেবে ভারত আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে। আজকের অলিখিত সেমিফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ?

গতকাল ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এই মুহূর্তে জেতা খুবই কঠিন। কিন্তু পাকিস্তানকে কিছুদিন আগেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ গতকাল ভারতের বিপক্ষে ম্যাচেও যেভাবে খেলেছে তাতে সহজেই অনুমান করা গেছে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাকেই মূল ফোকাস করেছে তারা।

বিজ্ঞাপন

কাল একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। বিশ্রাম দেওয়া হয় অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদকে। হালকা চোট থাকায় ঝুঁকি নিয়ে খেলতে নামানো হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসকেও। অর্থাৎ আজকের ম্যাচের জন্য শক্তি সঞ্চয় করে রাখতে চেয়েছে বাংলাদেশ।

আজ বাংলাদেশ যে তাদের সেরা একাদশটা নিয়েই মাঠে নামতে চাইবে তাতে কোনো সন্দেহ নেই। ওপেনিংয়ে গত দুই ম্যাচে  রান পাননি তানজিদ হাসান তামিম। তবুও আফগানিস্তানের বিপক্ষে দাপুটে ফিফটি করা তানজিদকে হয়ত বাহিরে রাখার চিন্তা করবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ওপেনিংয়ে যথারীতি তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।

জানা যাচ্ছে, লিটন দাস আজ ম্যাচ খেলার জন্য প্রস্তুত। সেক্ষেত্রে একাদশের বাহিরে যেতে হবে পারভেজ হোসেন ইমনকে। চার নম্বরে তাওহিদ হৃদয়। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত সেভাবে রান করতে পারেননি পাঁচ ও ছয়ে খেলা শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক। ওদিকে নুরুল হাসান সোহানের মতো মিডল অর্ডারের ইনফর্ম ব্যাটার বেঞ্চে আছেন। জাকের-শামীমের মধ্য থেকে একজনকে বসিয়ে বাংলাদেশ আজ সোহানকে একাদশে ডাকে কিনা সেটাই দেখার।

ভারত ও শ্রীলংকার বিপক্ষে পর পর দুই ম্যাচে দারু বোলিং করা লেগস্পিনার রিশাদ হোসেনের একাদশে জায়গা অনেকটা নিশ্চিত। অপর স্পিনার হিসেবে শেখ মাহেদি হাসান নাকি নাসুম আহমেদকে নিবে বাংলাদেশ সেটাই দেখার। নাসুম যখনই সুযোগ পাচ্ছেন ভালো বোলিং করছেন। অপর দিকে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে যেহেতু ডান হাতি ব্যাটার বেশি সেক্ষেত্রে শেখ মাহেদি হয়ে উঠতে পারেন কার্যকর। শেষ পর্যন্ত শেখ মাহেদির ওপরই হয়ত ভরসা রাখবে বাংলাদেশ।

বিশ্রাম শেষে আজ একাদশে ফিরছেন তাসকিন আহমেদ। সেক্ষেত্রে বাদ পরতে হবে সাইফউদ্দিনকে। অপর পেসার তানজিম হাসান সাকিব গত ম্যাচে সুযোগ পেয়েই ভালো বোলিং করেছেন বলে তাকেও বাদ দেওয়া কঠিন। আর মোস্তাফিজুর রহমান তো অনেকটা অটো চয়েজই। সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২৫

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর