ব্রাজিলের টিম বাসে পাথর নিক্ষেপ হয়নি
৮ জুলাই ২০১৮ ১৯:৩৭
।। স্পোর্টস ডেস্ক ।।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলোয়াড়দের পাশাপাশি স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলিয়ানদের। এরই মধ্যে ব্রাজিল তারকারা ফিরেছেন নিজ নিজ ডেরায়।
কিছু কিছু সংবাদমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হচ্ছে ব্রাজিল দলকে বহন করা টিম বাসে ব্রাজিল সমর্থকরাই ইট, পাথর ছুঁড়ছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে আরও দেখানো হয় পাথর নিক্ষেপের কারণে টিম বাসটি কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকে। ব্রাজিলের জার্সি পরিহিত এবং পতাকা জড়ানো কিছু উত্তেজিত মানুষ বাসে পঁচা ফল, ডিম ছাড়াও পানীয়র বোতল নিক্ষেপ করে।
এ সময় টিম বাসের আশেপাশে থাকা নিরাপত্তাকর্মীদের ভূমিকা খুব একটা চোখে পড়েনি। এক সময় উত্তেজিত জনতার ভীড় ঠেলে বাসটি নিজ গন্তব্যের দিকে চলে যায়।
ভাইরাল হওয়া এই ভিডিওটি কিছুক্ষণের মাঝেই ছড়িয়ে পড়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। অনেকের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করা হয়। কিন্তু, এই টিম বাসটি রাশিয়া বিশ্বকাপ খেলতে যাওয়া ব্রাজিলের টিম বাস ছিল না। ভিডিওটি ছড়িয়ে দিয়েছে সুযোগ সন্ধানী ব্রাজিলের প্রতিপক্ষ সমর্থকরা।
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের টিম বাস:
ভাইরাল হওয়া ভিডিও:
https://www.youtube.com/watch?v=7otyC4XPaSg
সারাবাংলা/এমআরপি