Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেন কোচের পদত্যাগ


৮ জুলাই ২০১৮ ১৯:৫৭

।। স্পোর্টস ডেস্ক ।।

হুলেন লোপেতেগি রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার সুখবর পেয়েছিলেন একদিন আগে। তার একদিন পর পান বিস্ময় জাগানিয়া খবর। বিশ্বকাপ শুরুর একদিন আগে তাকে স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তার জায়গায় নতুন করে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছিল ফার্নান্দো ইয়েররোকে। এবার তিনিও চাকরি ছেড়ে দিলেন।

রাশিয়া বিশ্বকাপে স্পেনের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ইয়েররো নিজেই সরে দাঁড়িয়েছেন। জানিয়ে দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ক্রীড়া পরিচালকের পদেও আর ফিরবেন না তিনি। গত নভেম্বর থেকে স্পেনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু এখন আর দলটির কোনো পদেই দেখা যাবে তাকে।

গ্রুপ পর্বে ইয়েররোর শিষ্যরা চ্যাম্পিয়ন হয়েই উঠেছিল শেষ ষোলোতে। কিন্তু, শেষ ষোলোতে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে থামতে হয়েছিল তার ছাত্রদের। রোববার (৮ জুলাই) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) এক বিবৃতিতে ইয়েররোর পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

কঠিন সময়ে স্পেনের দায়িত্ব নেওয়ায় এবং কাজ করার জন্য ৫০ বছর বয়সী ইয়েররোকে ধন্যবাদ জানিয়েছে আরএফইএফ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর