Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির নির্বাচন করতে নির্বাচক প্যানেল থেকে রাজ্জাকের পদত্যাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাও ও দীর্ঘদিন নির্বাচক হিসেবে কাজ করা আব্দুর রাজ্জাক। মনোনয়নপত্র সংগ্রহ করতে স্বাভাবিকভাবেই নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করতে হয়েছে সাবেক এই বাঁহাতি স্পিনারকে।

বিসিবি নির্বাচনে রাজ্জাক অংশ নিতে পারেন এমন আলোচনা শোনা যায়নি আগে। আজ অনেকটা হুট করেই দৃশ্যাপটে হাজির সাবেক স্পিনার। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন রাজ্জাক। বলেছেন, দেশের ক্রিকেটকে আরও কিছু দিতে নিয়েছেন এমন সিদ্ধান্ত।

নির্বাচক পদ থেকে পদত্যাগ করে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে রাজ্জাক বলেন, ‘আমি বিসিবির নির্বাচক পদে এত দিন ছিলাম। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই যেন জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে তারা যেন কিছু শিখে আসে। সেই জায়গায় কাজ করতে চাই।’

বিজ্ঞাপন

খুলনা বিভাগ থেকে পরিচালক হওয়ার কথা রয়েছে দুজন। জানা গেছে, খুলনা বিভাগ থেকে রাজ্জাকসহ মনোনয়নপত্র কিনেছেন তিনজন।

সারাবাংলা/এসএইচএস

আব্দুর রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর