Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান সিরিজে লিটন থাকছেন তো!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৩

লিটন দাসের ইনজুরিতে এশিয়া কাপে ভুগেছে বাংলাদেশ। সাইড স্ট্রেইন চোটের কারণে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুই মহা-গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। তার অনুপস্থিতিতে জাকের আলী অনিকের নেতৃত্ব নিয়ে সমালোচনা হয়েছে। বাংলাদেশ দলের ভারত-পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে না পারার কারণ হিসেবে লিটনের অনুপস্থিতির কথা বলা হচ্ছে বারবার। প্রশ্ন হচ্ছে লিটন আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারবেন তো?

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২ অক্টোবর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। সিরিজ দুটি হবে সংযুক্ত আরব আমিরাতে।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানাচ্ছে, এই দুই সিরিজের লিটনের খেলার সম্ভবনা ক্ষীণ। লিটনের ইনজুরি কাটিয়ে উঠতে দেড় থেকে দুই সপ্তাহ লাগবে বলে জানা যাচ্ছে।

গত ২২ সেপ্টেম্বর অনুশীলনের সময় সাইড স্ট্রেইনে চোট পান লিটন। তখন বলা হয়েছিল বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের চোট গুরুত্বর নয়। কিন্তু পরে জানা যায়, বড় চোটই পেয়েছে লিটন।

শারজাহতে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২, ৩ও ৫ অক্টোবর। এর পর আবু ধাবিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

সারাবাংলা/এসএইচএস

লিটন দাস

বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজে লিটন থাকছেন তো!
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৩

অস্থির বাজারে কমলো সোনার দাম
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৬

আরো

সম্পর্কিত খবর