ফাইনালে আরেকটা টাইব্রেকার, বাংলাদেশের আরেকবার স্বপ্নভঙ্গের দুঃখ! সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনালেও ভারতের বিপক্ষে টাইব্রেকারে হারল বাংলাদেশ।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে গোল করে স্কোরলাইন ২-১ থেকে ২-২ বানিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তখন শিরোপা জয় থেকে এক ধাপ দুরে মাত্র। কিন্তু আবারও টাইব্রেকারের স্নায়ূচাপ সামলাতে ব্যর্থ বাংলাদেশ। টাইব্রেকারে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
গত বছরও সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এ নিয়ে বয়সভিত্তিক সাফে ভারতের বিপক্ষে টানা চার ফাইনাল হারল বাংলাদেশ গত মে মাসে অনূর্ধ্ব-১৯ দলের সাফ ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপার কাছে গিয়ে আজ আরেকটা টাইব্রেকার হার।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭। ম্যাচের চতুর্থ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। ২৫ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। নাজমুলের কর্নার থেকে হেডে বাংলাদেশকে ১-১ ব্যবধানের সমতা এনে দেন মোহাম্মদ মানিক।
সমতা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৮ মিনিটেই নিজেদের ভুলে আরেক গোল হজম করে বসে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ভারত এগিয়ে ছিল ২-১ ব্যবধানে।
তবে বিরতি থেকে ফিরে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। বিরতির পর মাঠের সেরা দল ছিল বাংলাদেশই। তারই পুরস্কার হিসেবে নির্ধারিত সময়ের আগ মুহূর্তে গোল পেয়ে যায় বাংলাদেশ, ব্যবধান হয়ে যায় ২-২।
তবে টাইব্রেকারে হেরে শিরোপা আর জেতা হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের।