এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছে দুর্দান্ত। ওপেনার শাহিবজাদা ফারহানের দারুণ অর্ধশতকের সঙ্গে দারুণ ব্যাটিং করছেন অপর ওপেনার ফখর জামানও।
দুই মিলিয়ে ১ উইকেটে একশ পেরিয়েছে পাকিস্তান। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ১০৭ রান। ২৬ বলে ৩৩ রানে অপরাজিত ফখর জামান। তার সঙ্গে ৯ বলে ১৩ রানে অপরাজিত সিয়াম আইয়ূব।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমাণাত্মক খেলেছেন পাকিস্তান ওপেনার শাহিবজাদা ফারহান।
পাকিস্তানের অপর ওপেনার ফখর জামান ক্রিজে উইকেট ধরে রাখার কাজটা করেছেন। আর অন্য প্রান্ত থেকে শাহিবজাদা রীতিমতো ব্যাটে ঝড় তুলেছেন।
জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীব যাদবদের নিয়ে গড়া ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে মাত্র ৩৩ বলে ফিফটি তুলে নেন ফারহান। দাপুটে রান তুলতে থাকা পাকিস্তানি ওপেনার শেষ পর্যন্ত ফিরেছেন ৫৭ রান করে। ৩৮ বলে ৫টি চার ৩টি ছয়ে এই রান করেছেন ফারহান।
তিনে নেমে সাইফ আইয়ূবও বেশ দারুণ ব্যাটিং করছেন। ১০ বলে ১৪ রানে অপরাজিত সায়েম।