এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছে দুর্দান্ত। তবে মিডল অর্ডারে মুরি-মুরকির মতো উইকেট হারিয়ে বিপর্যয়ে পরেছে পাকিস্তান।
একটা সময় পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ১৩৩। সেখান থেকে হঠাৎ-ই ১৩৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের হয়ে ব্যাট করছেন মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমাণাত্মক খেলেছেন পাকিস্তান ওপেনার শাহিবজাদা ফারহান।
পাকিস্তানের অপর ওপেনার ফখর জামান ক্রিজে উইকেট ধরে রাখার কাজটা করেছেন। আর অন্য প্রান্ত থেকে শাহিবজাদা রীতিমতো ব্যাটে ঝড় তুলেছেন।
জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীব যাদবদের নিয়ে গড়া ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে মাত্র ৩৩ বলে ফিফটি তুলে নেন ফারহান। দাপুটে রান তুলতে থাকা পাকিস্তানি ওপেনার শেষ পর্যন্ত ফিরেছেন ৫৭ রান করে। ৩৮ বলে ৫টি চার ৩টি ছয়ে এই রান করেছেন ফারহান।
এরপর সায়েব আইয়ূবকে নিয়ে এগুচ্ছিলেন ফখর জামান। পাকিস্তানের দলীয় ১১৩ রানের মাথায় ১১ বলে ১৪ রান করে ফেরেন সায়েব। তারপর যেন মড়ক লাগল পাকিস্তান ইনিংসে!
সেট ব্যাটার ফখর জামানসহ অন্য ব্যাটাররা যেন আসা-যাওয়ার মিশনে নেমে পড়লেন! ১ উইকেটে ১১৩ রানের পাকিস্তান মুহূর্তেই ১৩৪ রানে হারিয়ে ফেলে অষ্টম উইকেট। অর্থাৎ মাত্র ২১ রানে ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান।