Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল থেকে ছিটকে গেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৪

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির বাকি অংশে দেখা যাবে না মাহমুদউল্লাহ রিয়াদকে। হাঁটুর চোটে পরেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

অনেকদিন পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরে বেশ ভালোই খেলছিলেন মাহমুদউল্লাহ। গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোর হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ২২ বলে ৪১ রানের দারুণ একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচেই হাঁটুতে চোট পান ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।

জানা গেছে, এই মুহূর্তে পূনর্বাসন প্রক্রিয়ায় থাকা মাহমুদউল্লাহ এনসিএলে আর খেলবেন না। আটলান্টা টি-টোয়েন্টি লিগ খেলতে আমেরিকা যাওয়ার কথা রয়েছে মাহমুদউল্লাহর। আগামী ৫ অক্টোবর আমেরিকা রওনা দেওয়ার কথা তার। এনসিএল নয়, মাহমুদউল্লাহকে মাঠে দেখা যাবে সেখানেই।

বিজ্ঞাপন

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন সাাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্জাক। শোনা যাচ্ছিল, মাহমুদউল্লাহকে দিয়ে সেই শূণ্যস্থান পূরণ করতে চায় বোর্ড। অবশ্য অন্য একটি সূত্র বলছে, এখনই খেলে ছেড়ে এসবে যুক্ত হতে চান না মাহমুদউল্লাহ। আরও দুই এক বছর খেলতে চান প্রতিযোগিতামূলক ক্রিকেট।

সারাবাংলা/এসএইচএস

এনসিএল মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর