পাওলিনহো ফিরে গেলেন চীনের ক্লাবে
৯ জুলাই ২০১৮ ১১:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে আবারো চাইনিজ সুপার লিগের দল গুয়াংজু এভারগ্রান্দে ফিরে গেলেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার পাওলিনহো। চীনের ক্লাবটিতে ধারে খেলতে গেছেন তিনি। বার্সা ও গুয়াংগু যৌথ বিবৃতিতে জানায়, ৬ মাসের জন্য ধারে গুয়াংজুতে খেলবেন পাওলিনহো।
তবে, আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে দলটি পুরোপুরিভাবে তাকে কিনে নিতে পারবে এমন শর্ত রয়েছে। বার্সা থেকে তাকে শুভকামনা জানানো হয়েছে।
বার্সার হয়ে গত মৌসুমে পাওলিনহো জিতেছেন লা লিগার শিরোপা। কাতালানদের হয়ে ৪৯টি ম্যাচ খেলে করেছেন ৯টি গোল। এছাড়া আরও ৩টি গোলে তিনি সহায়তা করেছেন। এর আগে গুয়াংজুতে তিনি খেলেছেন তিন মৌসুম। ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারসের হয়ে ৬৭ ম্যাচ খেলা পাওলিনহো গুয়াংজুর হয়ে খেলেছিলেন ৯৫ ম্যাচ। জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলেছেন ৫৫ ম্যাচ, যেখানে এই মিডফিল্ডারের গোল ১৩টি। গোল করেছেন এই বিশ্বকাপেও।
গুয়াংজুর হয়ে পাওলিনহো ২০১৫ এবং ২০১৬ সালের চাইনিজ সুপার লিগ শিরোপা জিতেছেন। চাইনিজ এফএ সুপার কাপের শিরোপা জিতেছেন দুইবার। এছাড়া একবার করে জিতেছেন চাইনিজ এফএ কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। গত মৌসুমে বার্সার হয়ে লা লিগা ছাড়াও জিতেছেন কোপা দেল রের শিরোপা। ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহ্যাম এবং চীনা ক্লাবে ব্যর্থ সময় কাটানোর পর বার্সায় যোগ দেওয়ার পেছনে আর্জেন্টাইন আইকন লিওনেল মেসির হাত ছিল বলে জানিয়েছিলেন এই ব্রাজিলিয়ান।
নেইমার বার্সায় থাকাকালীন পাওলিনহোকে ক্লাবে আনতে চেয়েছিলেন, সেটা হয়নি। তবে, চীনা ক্লাব ছেড়ে পাওলিনহো বার্সায় যোগ দেয়ার পর অনেক ফুটবলবোদ্ধাই অবাক হয়েছিলেন। অনেকে বলেছিলেন, বার্সা শুধু শুধুই নিজেদের অর্থ অপচয় করলো, কিসের বদলে কি? নেইমারের বার্সা ছাড়ার পরে ফুটবল বিশ্বের অন্য কোনো তারকাকে নিতে পারতো বার্সা। কিন্তু কেন পাওলিনহোকে নিয়েছিল কাতালান ক্লাবটি সেই জবাব অবশ্য মাঠেই দিয়েছেন পাওলিনহো।
সারাবাংলা/এমআরপি