ফার্নান্দিনহোকে হত্যার হুমকি
৯ জুলাই ২০১৮ ১২:০৫
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নেওয়ার অন্যতম কারণ ধরা হচ্ছে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলটিকে। এর পর থেকেই তাকে কে বা কারা হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছে। তবে, ব্রাজিল ফুটবল ফেডারেশন ফার্নান্দিনহোর পাশেই আছে বলে বিবৃতি দিয়েছে।
গ্রুপ পর্বে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো। যে কারণে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা। তবে ক্যাসেমিরো না থাকলেও তার শূন্যস্থান পূরণের জন্য মাঠে নামেন ফার্নান্দিনহো। আগের চার ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামলেও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে নামেন তিনি।
সেই ম্যাচে কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ফার্নান্দিনহো। তাতে, ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে পড়ে। এরপর কেভিন ডি ব্রুইনের দূরপাল্লার শট ব্রাজিলের জালে জড়ালে ২-০ গোলে পিছিয়ে পড়ে নেইমার-জেসুস-কুতিনহোরা। পরে বদলি খেলোয়াড় হিসেবে নামা রেনাতো আগুস্তো গোল করলে ব্যবধান কমে ঠিকই, কিন্তু পরাজয় আটকে থাকেনি। ব্রাজিলকে বিদায় নিতে হয় সেমি ফাইনালের আগে।
এরপর থেকেই শুরু হয় হুমকি। ফার্নান্দিনহোকে হত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমনকি তার স্ত্রী গ্লাউসিয়া রোজাকেও হুমকি দেওয়া হচ্ছে। ফার্নান্দিনহোর মা-কেও একই হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন ফার্নান্দিনহোর মা।
গত মৌসুমে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটির জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন ফার্নান্দিনহো। তার সঙ্গে ইংলিশ ক্লাবটি চুক্তির মেয়াদ বাড়িয়েছে। হলুদ কার্ডের কারণে ক্যাসেমিরো কোয়ার্টার ফাইনাল মিস করবেন, এমনটা জানার পরেও নিশ্চিন্তেই ছিলেন ব্রাজিল সমর্থকরা। কারণ, ফার্নান্দিনহোর উপর আস্থা রেখেছিলেন তারা। ব্রাজিল কোচ তিতেও ভরসা রেখেছিলেন তার উপরেই। কিন্তু সেই ভরসার মান রাখতে পারেননি ফার্নান্দিনহো।
আত্মঘাতী গোলের দায় যদি সেভাবে নাও দেয়া হয়, পুরো ম্যাচ জুড়েই নিষ্প্রভ থাকার দায় কিছুতেই এড়াতে পারবেন না ফার্নান্দিনহো। ব্রাজিলের হারের জন্য বেশ বড় একটা দায় তাই তার উপরেই দেওয়া হয়েছে হুমকিদাতাদের পক্ষ থেকে।
সারাবাংলা/এমআরপি