Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে নাগালের মধ্যেই আটকে রাখল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৯:৩৪

নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুটা দারুণ হলো বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তান নারী দলের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচে আগে বোলিং করতে নেমে পাকিস্তানকে ১২৯ রানেই আটকে রেখেছে বাংলাদেশের নারীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুটা হয়েছে উড়ন্ত। তরুণ পেসার মারুফ আক্তার ইনিংসের প্রথম ওভারের শেষ দুই ডেলিভারিতে দুর্দান্ত দুটি সুইং ডেলিভারিতে প্রতিপক্ষ ব্যাটারের স্ট্যাম্প উপড়ে ফেলেন।

এই দুই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল। মাঝের ওভারগুলোতে নাহিদা আক্তার, রাবেয়া আক্তাররা নাচিয়ে ছেড়েছেন পাকিস্তানিদের। শেষ দিকে লেগ স্পিনার স্বর্ণা আক্তার টপাটপ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় স্কোর গড়তে দেয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন মিডল অর্ডার ব্যাটার রামিন শামিম। অধিনায়ক ফাতিমা সানা ২২ রান করেছেন।

বাংলাদেশ নারী দলের হয়ে ৫ রানে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার। মারুফা আক্তার ২১ রানে ও নাহিদা আক্তার ২২ রানে ২টি করে উইকেট নিয়েছেন। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান প্রত্যেকে পেয়েছেন ১ উইকেট করে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৯ অক্টোবর ২০২৫ ০৮:১৯

আরো

সম্পর্কিত খবর