Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকা, মেক্সিকো, কোস্টারিকা চায় সাম্পাওলিকে


৯ জুলাই ২০১৮ ১২:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার হতাশজনক পারফর্মের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দলটির প্রধান কোচ জর্জ সাম্পাওলি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পরই সাম্পাওলির কৌশলের সমালোচনা হয়েছে সারাবিশ্ব জুড়ে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর তাকে ছেঁটে ফেলা হতে পারে-এমন খবরও ডালপালা ছড়ায়।

এখনও বিদায় নেননি সাম্পাওলি। তবে, এরই মধ্যে বেশ কিছু দেশের কোচ হতে তাকে অনুরোধ করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, এই বিশ্বকাপে দুর্দান্ত খেলা মেক্সিকো আর কোস্টারিকা থেকেও কোচ হওয়ার জন্য সাম্পাওলির কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে, অফিসিয়ালি আর্জেন্টিনার দায়িত্ব না ছাড়া সাম্পাওলির পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম ম্যাচের পরে আর্জেন্টিনা দলে সাম্পাওলির ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছিল বলে গুঞ্জনও শোনা যায়। মেসি, মাশ্চেরানোর মতো সিনিয়র অনেক খেলোয়াড়ই সাম্পাওলির উপর আস্থা হারিয়েছেন বলেও গুজব রটেছিল বিশ্ব মিডিয়ায়। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি মেসির আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার হলেও শেষ রক্ষা হয়নি। নক আউট পর্বের প্রথম ম্যাচেই ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

দলের এমন বাজে পারফর্মের কারণ হিসেবে ফর্মে থাকা কিছু খেলোয়াড়কে ২৩ জনের স্কোয়াডের বাইরে রেখে বিশ্বকাপে আসা ও স্কোয়াডে রেখেও দিবালা, লো সেলসোদের মতো খেলোয়াড়দের মূল একাদশের বাইরে রেখে কৌশল সাজানোয় সাম্পাওলির সমালোচনা হয়েছে বেশ জোরেশোরে। তারপরও তিনি জানিয়েছিলেন, আপাতত আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই তার।

আর্জেন্টিনা দলে সাম্পাওলির এখন কি প্রয়োজন তা জানেন না কেউই। এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও সাম্পাওলিকে সহজে বরখাস্ত করতে পারবে না। সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনার দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। চুক্তির বাইরে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন যদি সাম্পাওলিকে ছাঁটাই করে, তাহলে ক্ষতিপূরণ বাবদ ২০ মিলিয়ন ডলার দিতে হবে। সেটা দেশটির ফুটবল ফেডারেশনের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর