Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদয়ের হঠাৎ কি হলো?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৯:৩০

তাওহিদ হৃদয়ের ব্যাটে চড়ে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৩৭ বলে ৫৮ রানের ঝলমলে একটা ইনিংস খেলেছিলেন হৃদয়। সেই হৃদয়কে ছাড়াই গতকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নেমেছিল বাংলাদেশ। আজ আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। আজও অনিশ্চিত হৃদয়।

জ্বরে আক্রান্ত তাওহিদ হৃদয়। জ্বরের কারণে আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি। একই কারণে আজও হৃদয়ের খেলা অনিশ্চিত। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ দলের এক কর্তা।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ‘তার (হৃদয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি) খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা গতকালের চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং দেবাশীষ (বিসিবির প্রধান মেডিক্যাল অফিসার)।’

গতকাল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। হৃদয়ের জায়গায় চার নম্বরে ব্যাটিং করতে নেমে সফল হতে পারেননি জাকের আলী অনিক। বাংলাদেশ দলের খবর বলছে, আজও জাকেরকেই দেখা যাবে চার নম্বরে।

সারাবাংলা/এসএইচএস

তাওহিদ হৃদয়