সেমিতে খেলতে বাধা নেই ভিদার
৯ জুলাই ২০১৮ ১৩:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবে ক্রোয়েশিয়া। শেষ আটের ম্যাচে স্বাগতিক ও আয়োজক রাশিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পায় ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে নিজেদের ড্রেসিং রুমে নিয়ম ভঙ্গ করে সেলিব্রেশন করায় শেষ চারের ম্যাচে নামার আগে নির্বাসনের মুখে পড়তে যাচ্ছিলেন ক্রোয়েট তারকা দোমাযোগ ভিদা। তবে, আপাতত পার পেয়ে গেছেন। রাশিয়া বিরোধী স্লোগান দেওয়ায় তাকে সতর্ক করেছে ফিফা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে খেলতে তাকে বাধা দেওয়া হচ্ছে না।
রাশিয়ার বিপক্ষে গোল করা ভিদা ড্রেসিং রুমে সেলিব্রেশনের সময় এই জয় ইউক্রেনকে উৎসর্গ করেন। তাতেই বিপত্তি বাধে। দীর্ঘদিন থেকেই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। সোভিয়েত ভাঙ্গার পর ইউক্রেনের মধ্যে থাকা ক্রিমিয়ার জনগণ গণভোটে রাশিয়ার পক্ষে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাতে ক্রিমিয়া হাতছাড়া হয় ইউক্রেনের।
বিশ্বকাপে রাশিয়াকে হারানোর পর ভিদা তার সাবেক সতীর্থ ওগজেন ভুকোজেভিচের সঙ্গে ড্রেসিং রুমে ৯ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করেন। তাতে তিনি ইউক্রেনের বন্দনা করে ফিফার নিয়ম ভঙ্গ করেন বলে অভিযোগ ওঠে। সেই ভিডিওর শুরুতেই ভিদা বলেন, গ্লোরি ফর ইউক্রেন (যা বাংলায় দাঁড়ায় জয়টি ইউক্রেনের জন্য)। এতেই ক্ষেপে উঠেন রাশিয়ান সমর্থকরা। তারা ফিফার হস্তক্ষেপ কামনা করে সারারাত মস্কোর রাস্তায় ভিদার শাস্তি চেয়ে স্লোগান দেন। ২০১৪ সালের পর থেকে রাশিয়ান জাতীয়তা বিরোধী প্রচারে রুপ নেয় ভিদার দেওয়া স্লোগানটি।
ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির নিয়ম অনুয়ায়ী ম্যাচ চলাকালীন কোনো ফুটবলার দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে বা কোনোরকম উস্কানিমূলক আচরণ করলে তা অপরাধ হিসেবে ধার্য হবে। সেক্ষেত্রে অভিযুক্ত ফুটবলারকে ২ ম্যাচ পর্যন্ত নির্বাসনে পাঠাতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ভিদার ক্ষেত্রে তার মন্তব্য খতিয়ে দেখেছে ফিফার কমিটি।
ক্রোয়েশিয়ার ক্লাব ওসিজেকের হয়ে খেলার পর জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে খেলেন ভিদা। ২০১১ সালে যোগ দেন ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবে। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছেন ইউক্রেনের সেরা ক্লাব ডায়নামো কিয়েভের জার্সিতে। এরপর এ বছরই তুরস্কের ক্লাব বেসিকতাসে নাম লেখান। ইউক্রেনের ক্লাবে খেলেছেন ৫ বছর, খেলেছেন ১০০টির ওপরে ম্যাচ। হয়তো সে কারণেই ইউক্রেনকে মনে মনে ভালোবেসে ফেলেছেন ভিদা।
এদিকে, পরে ক্ষমা চেয়ে নেন জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে ৬৩ ম্যাচ খেলা ভিদা। রাশিয়ান সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, এই জয়টি ক্রোয়েশিয়ার মানুষের জন্য। এখানে রাজনীতি টানবেন না। ওটা জমার ছলে বলা কথা ছিল। আমার কিছু ভালো বন্ধু আছে ইউক্রেনে, যেখানে আমি গত পাঁচটি বছর খেলেছি। তাদের জন্য ওভাবে বলেছিলাম, অন্য কিছু ভেবে বলিনি। রাশিয়ানদের আমি আঘাত করতে চাইনি। কেন তারা এমন মজা নিয়ে বিক্ষোভ করছে? আমি রাশিয়ানদের অনেক পছন্দ করি, আবারো বলছি ওটা মজার ছলে বলা কথা ছিল। অন্য কিছু নয়।
সারাবাংলা/এমআরপি