Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল সমর্থকদের আর্জেন্টাইন পোপের সান্ত্বনা


৯ জুলাই ২০১৮ ১৩:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস, জন্মসূত্রে আর্জেন্টাইন। খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্ম গুরু সান্ত্বনা দিলেন কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় শোকে কাতর ব্রাজিলিয়ান সমর্থকদের। ইতালির রোমে সেন্ট পির্টাস স্কয়ারে ফুটবল ভক্ত পোপ ব্রাজিলিয়ান সমর্থকদের সান্ত্বনা জানান।

রোমে ঐতিহ্যগত শান্তি কামনার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেখানে অনেক ব্রাজিল ফুটবল ভক্ত দেশটির পতাকা নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় মঞ্চে দাঁড়িয়ে পোপ বলেন, ‘এখানে অনেক ব্রাজিলিয়ান পতাকা দেখতে পাচ্ছি। সাহস রাখুন। এবার হয়নি তো কী হয়েছে, পরেরবার হবে।’

কোয়ার্টারেই শেষ হয়ে যায় ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। রাশিয়ার কাজানে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামে ব্রাজিল এবং বেলজিয়াম। তাতে ব্রাজিলের জালে প্রথমার্ধের মধ্যেই দুই গোল দিয়ে এগিয়ে যায় বেলজিয়াম। পরে ব্যবধান কমিয়েছিলেন বদলি খেলোয়াড় রেনাতো আগুস্তো। শেষ অবধি বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

গতবার নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের সেমি ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল। এবার রাশিয়ায় বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নেয় নেইমার-জেসুস-কুতিনহোরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর