ফিফার অফিসিয়াল পেজে ‘বাংলাদেশ’
৯ জুলাই ২০১৮ ১৪:০২ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ১৪:১৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ফেভারিটদের পতনে রং হারিয়েছে রাশিয়া বিশ্বকাপ। জার্মানি, আর্জেন্টিনার পর বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আর সবশেষ সাম্বার দেশ ব্রাজিল। হট ফেভারিটদের বিদায়ে কিছুটা হলেও বাংলাদেশের ফুটবল পাগলদের বিশ্বকাপ আমেজ কমেছে। বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলতে না পারলেও এই দেশের মেগা ইভেন্টকে নিয়ে যে পাগলামী সেটা বিশ্ব মিডিয়াও জানে।
পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা দেখে অবাক হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফা একটি পোস্ট দিয়েছে। যেখানে চারটি ছবিও দিয়েছে তারা। ছবিগুলোতে জায়গা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি।
ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।’
ফিফার এই পোস্টের কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তার অভাব হচ্ছে না। সাইফুল ইসলাম নামের একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে উন্মাদনাকর এবং আবেগময়ী ফুটবল সমর্থক একমাত্র বাংলাদেশেই আছে, দেশ বিশ্বকাপের খেলায় অংশগ্রহণ না করলেও তারা অন্য দেশ নিয়ে অতিরিক্ত রকমের বাড়াবাড়ি করে থাকে, এটা ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই করে, এমনটা বিশ্বের কোনো দেশেই খুঁজে পাওয়া যাবে না! অসাধারণ সমর্থক! ধন্যবাদ ফিফা।’
ফারহানা হক নামের একজন লিখেছেন, ‘Thank you for featuring Bangladesh. The pictures are just a small glimpse of how the whole nation go crazy during every FIFA World Cup. Hope someday we will qualify to play for the cup.’
বাদ থাকছেন না বিদেশিরাও। রিকার্ডো চুনহা নামের একজন লিখেছেন, I’m amazed how Bangladesh support Brazil.Thank you all. Bangladesh got a Brazilian Fan. Hope see you in Qatar 2022 or at least see Bangladesh vs Brazil playing a friendly. ব্রাজিলিয়ান আন্ডারসন তেলেস লিখেছেন, Thank you very much here from Brazil for you from Bangladesh…your support of OUR TEAM is something wonderful…they are brothers that we have in Asia… GO BRAZIL!!! GO BANGLADESH !!!
পিপ এসতেলা লিখেছেন, True lover of football !!! Really fantastic !!!! Few countries can show such love for the international teams….!!!!! If you want to take real flavour of world cup…. know the Bangladesh !!!! Millions of crazy supporters are living with billions hopes !!!!! Love you foot Ball!!!!! এদিকে, আর্জেন্টিনার সমর্থক সাঈদ হোসেন সাকিব লিখেছেন, ‘Most of the Bangladeshi supporters are Argentina or Brazil supporter…. but elimination of both team makes our people heartbroken and disappointed… As a Argentina supporter from Bangladesh I am still supporting Messi’s Argentina…. and I will be continuing till the end of my life….. anyway Thank you FIFA for showing the craziness of Bangladeshi insane fan to the world….’
বিশ্বকাপে যে বাংলাদেশে রীতিমতো উৎসব লেগে যায়, সেই খবর বিশ্ববাসীর কানে পৌঁছাতে এসেছিলেন ব্রাজিলের তিন সাংবাদিক। তারা বিশ্বকে জানিয়েছেন, নিজেদের জাতীয় দল না থাকুক, তাতে কী হয়েছে, অংশ নেওয়া ৩২টি দলের মধ্য থেকে প্রিয় দল বেছে নিয়ে উৎসবটাকে পূর্ণতা দিতে এক নম্বরে বাংলাদেশ। ব্রাজিলের বিখ্যাত ‘গ্লোবো’ টেলিভিশন চ্যানেলের এই তিন সাংবাদিক বাংলাদেশে এসে বিশ্বকে জানিয়েছেন, সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকা একটি দেশের মানুষ নেইমার-কুতিনহো, ওজিল-রোনালদো কিংবা মেসি-ডি মারিয়াদের কতটা ভালোবাসে।
সারাবাংলা/এমআরপি