এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে চমক। জানা যাচ্ছে, প্রথম একাদশে কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার শমিত সোমকে রাখেননি বাংলাদেশ দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। উইঙ্গার ফাহমিদুল ইসলামও নেই প্রথম একাদশে। জামাল ভূঁইয়াকে এই ম্যাচেও রাখেননি বাংলাদেশ কোচ। তার অনুপস্থিতিতে আজকের ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সোহেল রানা।
পরশু রাতে বাংলাদেশে এসে মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পেয়েছেন শমিত। মূলত অনুশীলন ঘাটতির কারণেই এই তারকা ফুটবলারকে একাদশে রাখেননি কোচ।
ম্যাচে গোলরক্ষক যথারীতি মিতুল মারমা। ইনজুরির কারণে তপু বর্মণ নেই একাদশে। তার অনুপস্থিতিতে রক্ষণের দায়িত্ব থাকবে তারিক কাজী, শাকিল আহাদ টিপু ও দুই ভাই সাদ উদ্দিন, তাজ উদ্দিনের কাঁধে।
মাঝমাঠের নেতৃত্ব দিবেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। তার সঙ্গে সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিন। আক্রমণে থাকবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরি, মো. সোহেল রানা, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, মোরসালিন ও রাকিব হোসেন।