Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজার গোলে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ২০:৩১ | আপডেট: ৯ অক্টোবর ২০২৫ ২১:৪১

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশ। মাত্র ১৩ মিনিটেই গোল পেয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর দারুণ এক ফ্রি-কিক গোলে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ।

ম্যাচের ১৩ মিনিটে ফয়সালকে ফাউল করলে ফ্রি-কিক পায় বাংলাদেশ। বক্সের বাহিরে পজিশনটা অবশ্য সুবিধাজনক ছিল না। তবে ডানপাশ থেকে কোণাকুনি শটে বল জালে জড়িয়ে দেন হামজা।

বাংলাদেশের জার্সিতে হামজার এটা দ্বিতীয় গোল। গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রথম গোল পেয়েছিলেন বাংলাদেশ ফুটবলের নতুন তারকা।

ম্যাচে বাংলাদেশ রক্ষণ সামলে আক্রমণে উঠার ছক কষে খেলেছে। হংকংয়ের পায়েই বল বেশি সময় ছিল। তবে গোলের খেলায় এগিয়ে গেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এশিয়ান কাপ খেলতে আজকে ম্যাচে জয়টা বাংলাদেশ দলের খুবই দরকার। ড্র করলেও গাণিতিকভাবে সম্ভবনা টিকে থাকবে বাংলাদেশের।

সারাবাংলা/এসএইচএস

হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর