ফ্রান্সকে সমর্থন দিয়েছিলেন হ্যাজার্ড!
৯ জুলাই ২০১৮ ১৯:৫৩ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ২০:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
১৯৯৮ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল ফ্রান্স। আর সেই সময় ফরাসি দলের সমর্থক ছিলেন বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। অথচ, রাশিয়া বিশ্বকাপের শেষ চারের প্রথম ম্যাচে সেই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে হ্যাজার্ডদের দল বেলজিয়াম। ১০ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।
এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে শেষ চারে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। দলের এমন কীর্তির অনেকটা ভাগ যে দলের এই স্ট্রাইকারের, সেটা বলা যেতেই পারে।
সেমিফাইনালে হ্যাজার্ডরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রান্সকে। মজার ব্যাপার হচ্ছে, ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে প্রতিবেশি দেশটির সমর্থক ছিলেন চেলসি তারকা হ্যাজার্ড। অবশ্য এর কারণ ছিল। ১৯৯১ সালে হ্যাজার্ডের জন্ম হয়েছিল ফ্রান্স আর বেলজিয়ামের সীমান্তবর্তি এলাকায়। ফ্রান্স দলের সমর্থন দেয়ার ক্ষেত্রে এটিই ছিল প্রধান কারণ।
শুধু তাই নয়, ফ্রান্সের ফুটবলারদের খেলা পছন্দ হতো বলেই সেই সময়ে ফ্রান্স দলের জার্সি পরে ভাইদের সঙ্গে ছবি তুলেছিলেন হ্যাজার্ড। এবারের আসরে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সেই সময়কার ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সারাবাংলা/এসএন