Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেন-ক্রোয়েশিয়াকে হারাতে ডোপ নিয়েছিল রাশিয়া?


৯ জুলাই ২০১৮ ২১:৫৭

।। স্পোর্টস ডেস্ক ।।

ডোপিং ক্যালেঙ্কারি নতুন নয়। যুগ যুগ ধরে ডোপিং কলঙ্ক বিতর্কের সৃষ্টি করেছে খেলার জন্মলগ্ন থেকে। ক্রীড়াঙ্গণ অনেক সময় কলুষিত হয়েছে ডোপিং পাপে। সেই পাপে এবার প্রশ্নবিদ্ধ রাশিয়া বিশ্বকাপও। অভিযোগ উঠেছে, শক্তিবোর্ধক অ্যামোনিয়া নিয়েছে রাশিয়া!

আয়োজকরা বিদায় নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই। বলা হচ্ছে, ম্যাচের সময় রাশিয়ার খেলোয়াড়রা এই অ্যামোনিয়া নিয়েছে।

যদিও অ্যামোনিয়াকে নিষিদ্ধ পানীয় বা খাবারের তালিকায় না রাখা হলেও এটা নিলে শক্তি বেড়ে যায়। তবে এ বিষয়ের বিশেষজ্ঞ ফ্রিটজ জার্মান পত্রিকা বিল্ডকে জানিয়েছেন, ‘আমার জন্য এটা ডোপিং      ’।

এদিকে রাশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বিষয়টি এক গণমাধ্যমের কাছে স্বীকার করে বলেন, ‘স্পেনের বিপক্ষে একজন খেলোয়াড় অ্যামোনিয়া শরীরে নিয়েছে।’

এর পরেই মূলত আলোচনা-সমালোচনা বিষয়টি নিয়ে। বিতর্ক সৃষ্টি হয়েছে। স্পেন আর ক্রোয়েশিয়াকে হারাতে ডোপিং নিয়েছিল রাশিয়া!

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর