Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টিতে আবারও চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২৩:৩৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০১:৫৩

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির গতবার প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর বিভাগ। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের শিরোপাও জিতল রংপুর। আজ ফাইনালে খুলনা বিভাগকে বড় ব্যবধানে হারিয়ে টানা দুই শিরোপা জিতল রংপুর।

আগে বোলিং করে ১৩৬ রানেই খুলনাকে আটকে রেখেছিলেন রংপুরের বোলাররা। পরে সহজ এই টার্গেটটা পেরুতে খুব বেশি বেগ পেতে হয়নি রংপুরের।

রোববার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩৬ রানের জবাব দিতে নেমে ৩ ওভার আগেই জয় নিশ্চিত করেছে রংপুর। ওপেনিং জুটিতে ৭ ওভারে ৬১ রান তোলেন দুই ওপেনার জাহিদ ও নাসির। জাহিদ ২৭ রানে আউট হলে ভাঙে এই জুটি। নাসির ৩১ বলে ৫টি চার ১টি ছক্কায় ৪৬ রান করে ফিরেছেন।

বিজ্ঞাপন

অভিজ্ঞ নাঈম ইসলাম ও আকবর আলী বাকি কাজ সেরেছেন। জয় নিশ্চিত হওয়ার সময় ৩২ বলে ৫টি চারে ৪০ রানে অপরাজিত ছিলেন নাঈম। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক আকবর আলী।

এর আগে খুলনার ব্যাটিংটা একদমই ভালো হয়নি। খুলনার লম্বা ব্যাটিং লাইনআপ। তবে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। টপ অর্ডার ব্যাটার ইমরানুজ্জামান (০), পারভেজ হোসেন জীবন (৮) সৌম্য সরকার (৮), এনামুল হক বিজয় (১২) পুরোপুরি ব্যর্থ। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুবরাও সুবিধা করতে পারেননি, আউট হয়েছেন ১৪ রানে।

সিলেটের হয়ে হাল ধরেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে একটি চার তিনটি ছক্কায় ৪৪ রান করেন মিঠুন। সাত নম্বরে ব্যাট করতে নামা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রান করেছেন দুটি করে চার-ছয়ে। সিলেট বলার মতো একটা স্কোর পেয়েছে এই দুজনের কল্যাণেই।

রংপুরের অধিনায়ক আকবর আলি ম্যাচে আট বোলার ব্যবহার করেছেন। ২ উইকেট নিয়ে তাদের মধ্যে সবচেয়ে সফল আবদুল্লাহ আল মামুন। ১টি করে উইকেট নিয়েছেন নাসুম, হাসিম, ইকবাল, এনামুল ও আলাউদ্দিন বাবু।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর