।। স্পোর্টস ডেস্ক ।।
ফ্রেন্স চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) চাহিদার শেষ নেই। কুরি-কুরি টাকা ঢেলে ফুটবলার কেনার ক্ষেত্রে পিএসজির সুনাম অনেক। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার তাদের দলেই। এই তালিকার দ্বিতীয় স্থানের ফুটবলারও তাদের দখলে। এর মধ্যেই আরেকটি খবর মাথা চাড়া দিয়ে উঠেছে।
নেইমার-এমবাপ্পের পর এবার কুতিনহোকে দলের ভেড়াতে চায় এই ফ্রেন্স ক্লাব। বার্সার এই ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে ২৭০ মিলিয়ন ইউরো বিড করেছে তারা।
স্প্যানিশ পত্রিকা মুনডো দেপোর্তিভো তো শিরোনাম করেছে, কুতিনহোকে দলে নিতে ২৭০ মিলিয়ন ইউরো খসাতে রাজি পিএসজি। খবরে যদিও বলা হয়েছে, ক্লাবটি এখনও বার্সালোনার সঙ্গে আলোচনায় বসে নি।
¡Buenos días! ☕️ Aquí esta la nuestra portada de este #FelizLunes pic.twitter.com/gD9fL4qzxg
— Mundo Deportivo (@mundodeportivo) July 9, 2018
স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে বসার আগে ফিলিপ কুতিনহোর ব্যক্তিগত এজেন্টকে ধরেছে পিএসজি। কারণ হিসেবে দেখানো হয়েছে- বার্সার সঙ্গে বসলে তাদেরকে ৪০০ মিলিয়ন ইউরো দিতে হবে। কেননা নেইমারের সাবেক এই ক্লাব কুতিনহোর রিলিজ ক্লজ রেখেছে ৪০০ মিলিয়ন ইউরো। সেজন্যই কুতিনহোকে সেই প্রস্তাব দেয়া।
এই ব্রাজিলিয়ানকে চাওয়ার অনেকগুলোর কারণের মধ্যে একটি হচ্ছে নেইমারকে খুশি রাখা। এন টেন যাতে ক্লাবেই থাকে অন্য ক্লাবে চলে না যায় তার জন্য কুতিনহোকে প্রস্তাব।
কেননা রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোর চলে যাওয়ার গুঞ্জনে শঙ্কায় পড়েছে পিএসজি। রিয়ালে চলে যেতে পারেন নেইমার এমন গুঞ্জনও ফুটবল পাড়ায় চাউর হচ্ছে। সেটা যাতে না হয় সেজন্যই কুতিনহোকে দলে ভেড়াতে চায় পিএসজি।
তবে, বার্সার সঙ্গে চুক্তি করে কুতিনহো জানিয়েছিলেন- স্বপ্ন পূরণ হয়েছে তার। এখন নেইমারের জন্য কি সেই স্বপ্ন গুড়িয়ে পিএসজিতে পা বাড়াবে কুতিনহো?
সারাবাংলা/জেএইচ