এই ফ্রান্স আরও ভালো করবে: দেশম
১০ জুলাই ২০১৮ ১২:২৯ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১২:৩৫
।। স্পোর্টস ডেস্ক ।।
দুই বছর আগে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগালের কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে। তবে এবার রাশিয়া বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে অনেক ভালো কিছুই করবে বলে আশা করছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
সেমিফাইনালে বেলজিয়ামকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ফ্রান্স। সেইন্ট পিটার্সবুর্গে মঙ্গলবার (১০ জুলাই) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এই ম্যাচে নিজেদের লক্ষ্য পূরণ হবে এমনটাই আশা করছেন দেশম।
সেমিতে নিজেদেরকেই এগিয়ে রাখছেন ফ্রান্স কোচ, ‘সেমিফাইনালে ভালো খেলে আমাদের ফাইনালে ওঠার সুযোগ থাকছে। আর সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে খেলোয়াড়রা। ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট সামর্থ্যও আছে আমাদের।’
দলের তারকা ভারানে, গ্রিজমানদের নিয়ে অনেকটা আত্মবিশ্বাসী ফরাসি এই কোচ। এমবাপে, পগবাদের নিয়েও ছক কষছেন তিনি, ‘২০১৬ সালের চেয়ে ওদের অনেক অভিজ্ঞতা বেড়েছে। ফুটবলে ওদের দক্ষতা ও মান যথেষ্ট বেড়েছে। দুই থেকে চার বছরে ওরা আরো অনেক বেশি দক্ষ হয়ে উঠবে।’
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের নিয়ে বেশ ভালভাবেই অনুশীলন চালিয়েছেন দেশম। মাঠে সব ধরণের পরিস্থিতি পার করতে খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনাও চালিয়েছেন তিনি, ‘ম্যাচের শুরু থেকে যে কোনো পরিস্থিতি বা ম্যাচ চলাকালীন সময়ে সব ধরণের পরিস্থিতির জন্য আমার খেলোয়াড়রা যেন প্রস্তুত থাকে, তা নিয়েই অনুশীলন চালিয়েছি।’
তবে বেলজিয়ামকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না ফরাসি এই কোচ, ‘ব্রাজিলের বিপক্ষে ওরা (বেলজিয়াম) দারুণ খেলেছে। কৌশল খাটিয়ে তারা দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছে। আমাদের বিপক্ষেও এমন কিছুই করতে চাইবে।’
সারাবাংলা/এসএন