Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুশীলনে না থাকলেও মাঠে থাকবেন এমবাপে


১০ জুলাই ২০১৮ ১৩:১০ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

মঙ্গলবার (১০ জুলাই) রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। অথচ, এই ম্যাচের আগের দিন (সোমবার) অনুশীলনে ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে অনুশীলনে না থাকলেও মাঠে নামবেন এই ফরাসি ফরোয়ার্ড।

এবারের আসরে নিজের চমকটা ভালভাবেই দিয়েছেন ফরাসি এই তারকা। এপর্যন্ত ৩টি গোল করে নিজেকে এগিয়ে রেখেছেন অনেকটাই। তবে, সেমিফাইনলের আগের দিন অনুশীলনে যাননি এমবাপে। এমন খবর পেয়ে অনেকটা শঙ্কায় পড়েছিলেন সমর্থকরা। তবে এই ম্যাচে তাকে দেখা যাবে বলেই জানিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

আগের ম্যাচের পুরো স্কোয়াডই খেলবে রবের্তো মার্টিনেজের দল বেলজিয়ামের বিপক্ষে। তাই এর আগে চোটের ঝুঁকি নিতে চাননি দেশম। দলের দুই খেলোয়াড় বেঞ্জামিন পাভার্দ আর এগোলো কন্তেও খুব একটা অনুশীলনে ছিলেন। দু’জনই হালকা অনুশীলন সেরেছেন সতীর্থদের কাছ থেকে আলাদা হয়েই।

বিজ্ঞাপন

বেলজিয়ামের বিপক্ষে নিজেদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চান দেশম। আর তাই অল্পতেই সেরেছেন অনুশীলন।বেলজিয়ামের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেটাই বলেছেন ফরাসি কোচ, ‘দলের সবাই ঠিক আছে। কেউ ছিটকে যায়নি। খেলোয়াড়দের চোটের ঝুঁকি থেকে বাইরে রাখতেই কয়েকজনকে অনুশীলনে বিশ্রাম দিয়েছি। বেলজিয়ামের বিপক্ষে সবাইকে ভালোভাবে পেতেই এমন পরিকল্পনা।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর